TRENDING:

Bengal Global Business Summit 2023: তাজপুর বন্দরে টেন্ডারের ডাক দিয়ে মহুয়ার পাশে থাকার বার্তা মমতার? শুরু জল্পনা

Last Updated:

Bengal Global Business Summit 2023: মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন মুখ্যমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘুরিয়ে কি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তাজপুরে গভীর সমুদ্রবন্দর হবে। যে কেউ টেন্ডার পাওয়ার জন্য আবেদন করতে পারেন।’ সম্মেলেন উপস্থিত শিল্পপতিদের উদ্দেশ্য এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর তাতেই জল্পনার পারদ চড়ছে।
তাজপুর বন্দরে টেন্ডারে ডাক দিয়ে মহুয়ার পাশে থাকার বার্তা মমতার?
তাজপুর বন্দরে টেন্ডারে ডাক দিয়ে মহুয়ার পাশে থাকার বার্তা মমতার?
advertisement

কারণ, ২০২২ সালে তাজপুরে সমুদ্রবন্দর করার বরাত পেয়েছিল বিশেষ এক শিল্পপতি গোষ্ঠী। ২০২৫ সালের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করে দেওয়ার কথা ছিল। কিন্তু দাবি করা হচ্ছে, সেই কাজ এখনও এগোয়নি। এরই মধ্যে সেই শিল্পপতি গোষ্ঠীকে নিয়ে সংসদে সোচ্চার হয়েছেন তৃণমূলেরই সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু পাল্টা মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি ‘ঘুষের’ বিনিময়ে ওই শিল্পপতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

advertisement

আরও পড়ুন,  শ্রমিকদের হাঁটাচলা ও যোগব্যায়ামের নির্দেশ, উত্তরকাশীর টানেলে পাইপে গেল মটর পনির

আরও পড়ুন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ! বাণিজ্য সম্মেলনের মঞ্চে বিরাট চমক মমতার

বিষয়টি শেষে যায় এথিক্স কমিটির কাছে। মহুয়া মৈত্রের সাংসদ পদ সুপারিশ করে লোকসভার স্পিকারের কাছে পাঠায় এথিক্স কমিটি। আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে বিষয়টি উঠতে পারে। কিন্তু তৃণমূলের নেতারা মহুয়ার পাশে দাঁড়ালেও, মুখ্যমন্ত্রী তেমন খুব একটা মুখ খোলেননি এই বিষয়ে। কিন্তু বিশ্ব বাণিজ্য সম্মেলনে সকল শিল্পপতিকে টেন্ডারের জন্য আহবান করায় বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, তাহলে ওই বিশেষ শিল্পগোষ্ঠী কি আর তাজপুরে টেন্ডারের কাজে নেই?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কেশর চাষে বিরাট সাফল্য! কার্শিয়াং, কালিম্পংয়ে আশার সুবাস, প্রচুর উপার্জনের আশায় কৃষকরা
আরও দেখুন

তৃণমূলের সুপ্রিমো ঘুরিয়ে নিজের দলের সাংসদের পাশেই দাঁড়ানোর বার্তা দিলেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সম্মেলনে ওই বিশেষ শিল্পগোষ্ঠীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রথম দিন কোনও ওই গোষ্ঠীর কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। বাকি দিনগুলি দেখা যায় কিনা এবং তাজপুরে টেন্ডারের জল কোনদিকে শেষে যায়, সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Global Business Summit 2023: তাজপুর বন্দরে টেন্ডারের ডাক দিয়ে মহুয়ার পাশে থাকার বার্তা মমতার? শুরু জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল