বৃহস্পতিবার থেকে দু'দিন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। চোখ ঝলসানো অনুষ্ঠানে উপস্থিত হবেন দেশবিদেশের হাজার চারেক প্রতিনিধি। সেই মঞ্চকেই বিনিয়োগ টানার কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। দেশ বিদেশের প্রতিনিধিরা কেন বিনিয়োগ করবেন এ রাজ্যে ? বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চে তুলে ধরা হবে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন-সহ নানা ইতিবাচক দিক।
- পশ্চিমবঙ্গ থেকে সহজে বাংলাদেশ, চিন, নেপাল ও ভুটানে যাওয়া যায়
advertisement
- রেলপথ ও সড়কপথে উন্নত যোগাযোগ
- কলকাতায় মেট্রোরেল
- রাজ্যে একাধিক বিমানবন্দর
- কলকাতা ও হলদিয়া বন্দর
- তাজপুর ও কুলপিতে বন্দর নির্মাণের পরিকল্পনা
- রাজ্যে বিদ্যুৎ ঘাটতি নেই
- মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই রাজ্য
- রাজ্যে বনধে কর্মদিবস নষ্ট হয় না
রাজ্যে স্থায়ী সরকার। উন্নত পরিকাঠামো। আর এসবের উপর নির্ভর করেই আরও বিনিয়োগ টানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যের দাবি, ইতিমধ্যেই মোট ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রয়েছে রাজ্যের কাছে
- ওই প্রস্তাবের প্রায় ৭০% বিনিয়োগ বাস্তবায়নের পথে বলেও রাজ্যের দাবি
বেশ কয়েকটি ক্ষেত্রে আরও পুঁজি টানাই লক্ষ্য রাজ্যের।
- এমএসএমই, পর্যটন, চা, স্বাস্থ্য, শিক্ষা, গয়না ও চর্মশিল্পে বিনিয়োগ টানতে চায় রাজ্য সরকার