এদিন শিল্প সম্মেলন শুরু হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তৃতা দিয়েই ৷ বাংলায় বিনিয়োগের আহ্বান মঞ্চে দাঁড়িয়েই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তিনি বলেন, ‘‘ সপ্তাহখানেক আগে অর্থমন্ত্রীর কাছ থেকে ফোন পাই ৷ ফোন পেয়ে কিছুটা অবাকই হই ৷ আমি এই সম্মেলনে থাকতে পেরে গর্বিত ৷ গতবছর মুকেশ অম্বানি এসেছিলেন ৷ তিনি বাংলা সম্বন্ধে যা বলেছেন তা তাৎপর্যপূর্ণ ৷ বাংলায় ব্যবসার দারুণ সুযোগ রয়েছে ৷ ’’ এর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন আরও বলেন, ‘‘গত কয়েকবছরে দারুন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে বাংলার ৷ উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গ দ্রুত এগিয়েছে ৷ আর্থিক শক্তিতেই যথেষ্ট শক্তিশালী হয়েছে রাজ্য ৷ আমি সবাইকে আবেদন জানাচ্ছি, বাংলায় আসুন ৷ বাংলার মুখ্যমন্ত্রী উদ্যোগী, তাঁর নেতৃত্বে বাংলা এগোচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে বাংলাকে শিল্পসমৃদ্ধ করুন ৷ ’’
advertisement
শিল্প সম্মেলনের মঞ্চে বাংলার হয়ে সওয়াল করেন রাষ্ট্রপতিও। কিভাবে অতীত ভাবমূর্তি ঝেড়ে ফেলে এগিয়েছে বাংলা ? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে রাজ্যে তৈরি হয়েছে শিল্পের উপযুক্ত পরিবেশ ? ব্যাখ্যা দেন খোদ রাষ্ট্রপতি। প্রণব মুখোপাধ্যায় মঞ্চে ওঠার আগেই অবশ্য রাজ্যের ব্রান্ডিংয়ে ঝকঝকে ইনিংস খেলে ফেলেন বাংলার আরও এক আইকন। সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন শুধু রাজ্যের হয়ে ব্যাটিংই নয়, সেঞ্চুরিও করলেন।