TRENDING:

Bengal Flood Situation: কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ

Last Updated:

Bengal Flood Situation: শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, প্রায় ৮ লক্ষ ২৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তিন ঘণ্টার নোটিশে৷ ফলে ডিভিসির অনিয়ন্ত্রিত ব্যবস্থা ও অনিয়ন্ত্রিত পরিকাঠামোর জন্য রাজ্যে বন্যা তৈরি হয়েছে৷ ডিভিসি-র বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই নজর ঘোরানোর জন্য কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিতে চাইছে৷ কিন্তু ডিভিসির কর্মীদের এই টাকা কোনওভাবেই নেবে না রাজ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্গাপুজোর আগে গোটা রাজ্যে ভয়াবহ অবস্থা৷ রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে৷ দফায় দফায় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। যার ফলে ইতিমধ্যেই রাজ্যে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ
কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ
advertisement

এবার রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়ানোর উদ্যোগ ডিভিসি কর্তৃপক্ষের৷ রাজ্যের বন্যা ত্রাণ তহবিলের জন্য একদিনের বেতন দান করতে কর্মীদের কাছে আবেদন করেছে ডিভিসি৷ তবে তা কিন্তু বাধ্যতামূলক নয়৷ মঙ্গলবার, ডিভিসির পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে আবেদন করা হয় যে, বাংলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ত্রাণের জন্য একদিনের বেতন সকলকে দিতে হবে৷ তবে কোনও কর্মী যদি মনে করেন, তিনি এই টাকা দেবেন না, তাহলে তিনি তা করতেই পারেন৷ কিন্তু কেন তিনি টাকা দিচ্ছেন না, তা ব্যাখা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষকে ইমেল করে জানাতে হবে৷ এরপরও তাঁর বেতন থেকে দানের অর্থ বাবদ কিছু কাটা হবে না৷

advertisement

আরও পড়ুন-    দিঘায় এবার তুলকালাম কাণ্ড…! কী এমন ঘটল? শুনেই সাগরে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, জানলে চমকে যাবেন আপনিও!

আজ, বৃহস্পতিবার, ডিভিসির কলকাতার সদর দফতরে যান রাজ্যের শাসক দলের শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তিনি সেখানে গিয়ে একটি মিটিং করেন এবং মিটিং করার পর তাঁর দলের কর্মী যারা ডিভিসি-তে চাকরি করেন তাদেরকে বলেছেন,তোমরা কেউ তোমাদের একদিনের বেতন রাজ্যের বন্যা ত্রাণ তহবিলের জন্য দেবে না৷ কারণ ব্যাখা করতে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার কর্মীদের এই টাকা নেবে না৷ ডিভিসি একটি কেন্দ্রের সংস্থা, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রচুর টাকা পায়৷ বারবার করে সেই টাকার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে আবেদন করা হলেও রাজ্যের আবেদন মানতে নারাজ৷ এবং সেই টাকাও দিচ্ছে না৷ এক্ষেত্রে কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিয়ে ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করছে ডিভিসি৷ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বিশেষ করে ১৬ সেপ্টেম্বর থেকে ডিভিসি তার মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ছে৷

advertisement

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা…! একাধিক প্রেম-বিয়ে-বিচ্ছেদের গুঞ্জনে ক্ষত-বিক্ষত জীবন, এবার যা করলেন ঐশ্বর্য… শুনলে আঁতকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ডিভিসির ছাড়া জলের কারণেই রাজ্যের এই বন্যা পরিস্থিতি৷ এর জন্য ডিভিসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি যদি রাজ্য সরকাকে যথাযথ ভাবে তথ্য দিয়ে জল ছাড়ত বা জল ছাড়া আটকাতে পারত, তাহলে রাজ্যে এই বন্যা পরিস্থিতি তৈরি হত না৷ এদিন সেই প্রসঙ্গের কথা ডিভিসি-র অফিসে দাঁড়িয়ে ফের একবার মনে করিয়ে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং আরও বলেছেন, প্রায় ৮ লক্ষ ২৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তিন ঘণ্টার নোটিশে৷ ফলে ডিভিসির অনিয়ন্ত্রিত ব্যবস্থা ও অনিয়ন্ত্রিত পরিকাঠামোর জন্য রাজ্যে বন্যা তৈরি হয়েছে৷ ডিভিসি-র বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই নজর ঘোরানোর জন্য কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিতে চাইছে৷ কিন্তু ডিভিসির কর্মীদের এই টাকা কোনওভাবেই নেবে না রাজ্য৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Flood Situation: কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল