TRENDING:

ক্রিকেট ছেড়ে এবার ক্লাব কোচিংয়ে, বড়িশাকে নিয়ে নতুন স্বপ্ন শিবশঙ্করের

Last Updated:

বোলিং শ‍্যু ক্রিকেট কিটে তুলে রেখে এবার ক্লাব ক্রিকেটে কোচিংয়ে নতুন অবতারে শিবশঙ্কর পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  দ্বিতীয় ইনিংস। বোলিং শ‍্যু ক্রিকেট কিটে তুলে রেখে এবার ক্লাব ক্রিকেটে কোচিংয়ে নতুন অবতারে শিবশঙ্কর পাল। ম‍্যাকোর স্বপ্নে এখন শুধুই বড়িশা আর নিজের ক্রিকেট অ‍্যাকাডেমি। আর নতুন ভূমিকায় বাংলার প্রাক্তন পেসারকে নিয়ে আশায় ডন থেকে সৌরভ।
advertisement

বেয়াড়া চোট আচমকা দাঁড়ি টেনেছে কেরিয়ারে। রাতারাতি ক্রিকেট ছেড়ে এবার ক্লাব ক্রিকেটে কোচিংয়ে দ্বিতীয় ইনিংস শুরু করছেন শিবশঙ্কর পাল। তুফানগঞ্জের ম‍্যাকোর চোখে এখন অনেক স্বপ্ন। সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের আমন্ত্রণ ফেলতে পারেননি। তাই এবারই দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে ওঠা বড়িশার দায়িত্ব নিয়েছেন। আর সলতে পাকাচ্ছেন জানুয়ারিতেই নিজের কোচিং অ‍্যাকাডেমি শুরু করার স্বপ্নে।

advertisement

রেলের রাহুল দেব চিফ কোচের ভূমিকায় থাকলেও বড়িশার বোলিংয়ের দায়িত্বে এবার ম‍্যাকোই। ক্রিকেটার হওয়ার পাশাপাশি দলের ব‍্যাটিং কোচের ভূমিকায় পোড়খাওয়া অরিন্দম দাস। ডনের মতই বাংলা দলে ম‍্যাকোর সঙ্গে খেলা সৌরভ সরকার আশাবাদী একসময়ের সতীর্থ আর এখনকার কোচ শিবশঙ্করকে নিয়ে।

পঙ্কজ সাউ, রোহন বন্দ‍্যোপাধ‍্যায়, পূরব যোশীদের নিয়ে গড়া বড়িশায় এবার অভিজ্ঞতার সঙ্গে তারুণ‍্যের মিশেল। প্রেসিডেন্টের ক্লাব, তাই প্রত‍্যাশাও গগনচুম্বি। তবে বাড়তি চাপ না নিয়ে ম‍্যাকোর লক্ষ‍্য শুধু ট্রফি জেতা নয়, বাংলাকে আরও অনেক ম‍্যাকো উপহার দেওয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রিপোর্টার- প্রদীপ্ত গোস্বামী

বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্রিকেট ছেড়ে এবার ক্লাব কোচিংয়ে, বড়িশাকে নিয়ে নতুন স্বপ্ন শিবশঙ্করের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল