চিকিৎসক এবং যাঁরা তাঁকে হাসপাতালে দেখতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন বুদ্ধবাবু। বৃহস্পতিবার দুপুরে তাঁর বুকের ইউএসজি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এই মুহূর্তে কোনও আলাদা প্রক্রিয়ার প্রয়োজন নেই। ফিজিওথেরাপি চলছে। শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে। এখনও পর্যন্ত রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে তাঁকে ।
পালমোনোলজিস্ট ডাঃ (প্রফেসর) ধীমান গঙ্গোপাধ্যায় তাঁকে দেখছেন। আজ শুক্রবার বিকালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।বর্তমানে যে IV অ্যান্টিবায়োটিক তিনি গ্রহণ করছেন তা শনিবার পর্যন্ত থাকবে। তিনি রাইলস টিউব খাচ্ছেন। তাঁর সার্বিক ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল য়েছে।
advertisement
বুদ্ধদেবের চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল মেডিসিন এবং পালমনোলজি), ধ্রুব ভট্টাচার্য (ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার), আশিস পাত্র (অ্যানাস্থেশিয়া), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট), সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি), সোমনাথ মাইতি (জেনারেল মেডিসিন), সপ্তর্ষি বসু (ফিজিশিয়ান এবং সুপার), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট) এবং সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি)।