TRENDING:

WestBengal Assembly Election 2021: কলকাতাতেও ২ দফার ভোট, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল

Last Updated:

মোট ৮ দফা ভোট হবে বাংলায়৷ ভোট হবে ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল৷ ভোট গনণা ২ মে৷ বাংলার জন্য দু’জন পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগে থেকেই জল্পনা ছিল৷ সেই মত দফায় দফায় ভেঙে দেওয়া হল রাজ্যের ভোটের দিনক্ষণ৷ মোট ৮ দফায় ভোট হবে বাংলায়৷ যা নজিরবিহীন৷ এর আগে ৭ দফা ভোট হয়েছে রাজ্যে৷ মূলত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতেই এভাবে ভোটের দিনগুলিকে ভাগাভাগি করা হয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ মোটের উপর প্রতিটি জেলায় দফায় দফায় ভোট দিতে হবে সাধারণ মানুষকে৷ একদিকে যেমন করোনার ফলে বুথ সংখ্যা বেড়েছে, তেমনই ভোটের উত্তাপের কথা মাথায় রেখে জোরদার করতে হবে নিরাপত্তা৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় মোতায়ন করতে মাঝে কিছুটা সময়ও প্রয়োজন৷ সেই সব দিক মাথায় রেখেই এভাবে প্রায় মাস খানেক ধরে বিধানসভা ভোটের অভিজ্ঞতা হবে রাজ্যবাসীর৷ কলকাতাতেও ভোট হলে দু দফায়৷ ২৬ এপ্রিয় ভোট হবে দক্ষিণ কলকাতার এবং ২৯ এপ্রিল ভোট হবে উত্তর কলকাতায়৷
advertisement

মোট ৮ দফা ভোট হবে বাংলায়৷ ভোট হবে ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল৷ ভোট গনণা ২ মে৷ বাংলার জন্য দু’জন পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নির্বাচন কমিশনের দিন ঘোষণার পর পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এত দফায় ভোট হলে সাধারণ মানুষের সমস্যা হবে বলে মত তৃণমূল সাংসদ সৌগত রায়ের৷ যদিও এভাবে বিস্তৃত ভোটের দিনক্ষণ নিয়ে খুশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ নির্বাচনকে ঘিরে রাজ্যে অশান্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল কংগ্রেস৷ এবং সেই মতই পদক্ষেপ নিয়েছে কমিশন৷ মত তাঁর৷ বাংলায় ৮ দফা নির্বাচান নিয়ে খুশি বিজেপি নেতারাও৷ যদিও অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ২৩৪ আসন সংখ্যার তামিল নাড়ু বিধানসভায় ১ দফা ভোট করতে পারে কমিশন তাহলে কেন বাংলায় ২৯৪ আসনে ৮ দফায় ভোট? তবে আপাতত রাজনৈতিক উত্তাপ বাড়ছে৷ দিন ঘোষণার পর লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নামছে সব দল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WestBengal Assembly Election 2021: কলকাতাতেও ২ দফার ভোট, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল