মোট ৮ দফা ভোট হবে বাংলায়৷ ভোট হবে ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল৷ ভোট গনণা ২ মে৷ বাংলার জন্য দু’জন পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷
নির্বাচন কমিশনের দিন ঘোষণার পর পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এত দফায় ভোট হলে সাধারণ মানুষের সমস্যা হবে বলে মত তৃণমূল সাংসদ সৌগত রায়ের৷ যদিও এভাবে বিস্তৃত ভোটের দিনক্ষণ নিয়ে খুশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ নির্বাচনকে ঘিরে রাজ্যে অশান্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল কংগ্রেস৷ এবং সেই মতই পদক্ষেপ নিয়েছে কমিশন৷ মত তাঁর৷ বাংলায় ৮ দফা নির্বাচান নিয়ে খুশি বিজেপি নেতারাও৷ যদিও অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ২৩৪ আসন সংখ্যার তামিল নাড়ু বিধানসভায় ১ দফা ভোট করতে পারে কমিশন তাহলে কেন বাংলায় ২৯৪ আসনে ৮ দফায় ভোট? তবে আপাতত রাজনৈতিক উত্তাপ বাড়ছে৷ দিন ঘোষণার পর লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নামছে সব দল৷
advertisement