এবার সেই লক্ষ্যে দক্ষিণ কলকাতাতে বাড়তে গুরুত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। জেলা নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে কম করে ৫০ জন সদস্য সংখ্যা বাড়াতে হবে। বুথে যে পরিমাণ সদস্য সংখ্যা রয়েছে তা যথেষ্ট নয় বলেই মনে করছে বঙ্গ বিজেপি নেতারা। তাই বুথ পিছু বিজেপির সদস্য সংখ্যা বাড়িয়েই সংগঠন মজবুতের পরামর্শ দিচ্ছেন নেতৃত্ব।
advertisement
জেলা কমিটি, রাজ্য কমিটি তৈরির কারণে বিজেপির রাজ্য দফতর সল্টলেক অফিসে গত ১ অগাস্ট থেকে চলছে বৈঠক। বিজেপি সূত্রে খবর, সেখানেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সহ কর্মীদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, কোথায় কোন বুথে খামতি রয়েছে, কোথায় তাদের সংগঠন মজবুত করা সম্ভব হয়েছে পূর্বের তুলনায়, পুরোটাই রিপোর্ট আকারে জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে।
দক্ষিণ কলকাতার কর্মী সমর্থকদের আগামী দিনে মাঠে ময়দানে নেমে লড়াইয়ের বা আন্দোলনের মাধ্যমে শাসক বিরোধী কর্মসূচি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সেই সকল শাসক বিরোধী কর্মসূচি বাড়ানোর ব্যাপারে কী ভাবছে কর্মী ও জেলা নেতৃত্ব, সে ব্যাপারেও খোঁজ নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সুতরাং বলা যায় আগামী দিনে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর সহ দক্ষিণ কলকাতার কেন্দ্রগুলোকে বাড়তি নজরে রেখে সেখান থেকেই জয় রথ যাত্রা শুরু করতে কোমর বেঁধে লেগেছে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
এর আগে ২০২৪-এর লোকসভা কিংবা ২০২১-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার বেশ কিছু বুথে বিজেপির ভাল ফল দেখা গিয়েছিল। সেই ফলাফল ও বুথগুলোকেই টার্গেট করে আগামী নির্বাচনে দক্ষিণ কলকাতার রাজনৈতিক গুঁটি সাজাতে চাইছে বঙ্গের পদ্ম শিবির।
