একুশের উত্তপ্ত ভোটযুদ্ধে বারবারই শোনা গিয়েছে এই স্লোগান। পদ্ম ব্রিগেডকে বহিরাগত তকমায় বিদ্ধ করতে তৃণমূল অস্ত্র করেছে 'জয় বাংলা' স্লোগানকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন ভাষণের শেষে বলেন 'জয় বাংলা'। বৃহস্পতিবার রাজভবনে বাংলায় হাতেখড়ি দেওয়ার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখেও 'জয় বাংলা' শোনা যায়।
আরও পড়ুন: রাজ্য সরকারের জিটিএ চুক্তি 'অশ্ব ডিম্ব'! মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
advertisement
রাজ্যপালের মুখে জয় বাংলা। যা বঙ্গ বিজেপির কাছে বেজায় অস্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, 'রাজ্যপালের একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তাঁর তৃণমূলের জেরক্স মেশিন হওয়া উচিত নয়। মা, মাটি তারপর জয় বাংলা, এর পরও কি আমরা বলতে পারি রাজ্যপাল সম্পূর্ণ নিরপেক্ষ?'
আরও পড়ুন: ৬০ আসনে একাই লড়বে দল, আজ ত্রিপুরায় প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 'সরকারি আধিকারিকরা লিখে দিয়েছেন। সেটাই উনি বলেছেন। জয় বাংলা ভারতের স্লোগান নয়। রাজ্যপালকে ভুল বোঝানো হয়েছে।'
পাল্টা শাসক শিবিরের প্রশ্ন , 'জয় বাংলা' বলায় আপত্তি কোথায়? জয় বাংলা স্লোগান নিয়ে শুরু হয়েছে জোর তরজা। বিজেপির অভিযোগ, রাজ্যপালকে এই স্লোগান লিখে দেওয়া হয়েছে। কিন্তু, ক’দিন আগে নদিয়া জেলার বেথুয়াডহরিতে বিজেপির প্রকাশ্য সভায় খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখেই শোনা গিয়েছিল 'জয় বাংলা'। এবার বাংলার রাজ্যপালের মুখেও সেই জয় বাংলা। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে।