TRENDING:

C V Anand Bose: হাতেখড়ির পর জয় বাংলা স্লোগান, নতুন রাজ্যপালকে নিয়ে ক্ষোভ বাড়ছে বঙ্গ বিজেপি-র

Last Updated:

পাল্টা শাসক শিবিরের প্রশ্ন , 'জয় বাংলা' বলায় আপত্তি কোথায়? জয় বাংলা স্লোগান নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বঙ্গ সফরে এসে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পর রাজভবনে রাজ্যপালের মুখেও 'জয় বাংলা'স্লোগান। পদ্ম শিবিরের দাবি, রাজ্যপালকে ভুল বুঝিয়ে এই স্লোগান দেওয়ানো হয়েছে।
সি ভি আনন্দ বোস
সি ভি আনন্দ বোস
advertisement

একুশের উত্তপ্ত ভোটযুদ্ধে বারবারই শোনা গিয়েছে এই স্লোগান। পদ্ম ব্রিগেডকে বহিরাগত তকমায় বিদ্ধ করতে তৃণমূল অস্ত্র করেছে 'জয় বাংলা' স্লোগানকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন ভাষণের শেষে বলেন 'জয় বাংলা'। বৃহস্পতিবার রাজভবনে বাংলায় হাতেখড়ি দেওয়ার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখেও 'জয় বাংলা' শোনা যায়।

আরও পড়ুন: রাজ্য সরকারের জিটিএ চুক্তি 'অশ্ব ডিম্ব'! মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কটাক্ষ শুভেন্দু অধিকারীর 

advertisement

রাজ্যপালের মুখে জয় বাংলা। যা বঙ্গ বিজেপির কাছে বেজায় অস্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, 'রাজ্যপালের একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তাঁর তৃণমূলের জেরক্স মেশিন হওয়া উচিত নয়। মা, মাটি তারপর জয় বাংলা, এর পরও কি আমরা বলতে পারি রাজ্যপাল সম্পূর্ণ নিরপেক্ষ?'

advertisement

আরও পড়ুন: ৬০ আসনে একাই লড়বে দল, আজ ত্রিপুরায় প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 'সরকারি আধিকারিকরা লিখে দিয়েছেন। সেটাই উনি বলেছেন। জয় বাংলা ভারতের স্লোগান নয়। রাজ্যপালকে ভুল বোঝানো হয়েছে।'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাল্টা শাসক শিবিরের প্রশ্ন , 'জয় বাংলা' বলায় আপত্তি কোথায়? জয় বাংলা স্লোগান নিয়ে শুরু হয়েছে জোর তরজা। বিজেপির অভিযোগ, রাজ্যপালকে এই স্লোগান লিখে দেওয়া হয়েছে। কিন্তু, ক’দিন আগে নদিয়া জেলার বেথুয়াডহরিতে বিজেপির প্রকাশ্য সভায় খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখেই শোনা গিয়েছিল 'জয় বাংলা'। এবার বাংলার রাজ্যপালের মুখেও সেই জয় বাংলা। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: হাতেখড়ির পর জয় বাংলা স্লোগান, নতুন রাজ্যপালকে নিয়ে ক্ষোভ বাড়ছে বঙ্গ বিজেপি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল