TRENDING:

Bengal BJP: কতটা দুধ, কতটা জল? ভোটের আগে বুথ ধরে ধরে নতুন পরীক্ষায় বঙ্গ বিজেপি!

Last Updated:

সংগঠনে এবার ভুয়ো ও ভূতুড়ে কর্মী চিহ্নিত করতে বিজেপির তরফে কাজে লাগানো হবে একটি অ্যাপ। আগামী 4 তারিখ অর্থাৎ বিজেপি সাংগঠনিক বৈঠক শেষ দিনে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সংগঠনে এবার ভুয়ো ও ভূতুড়ে কর্মী চিহ্নিত করতে বিজেপির তরফে কাজে লাগানো হবে একটি অ্যাপ। আগামী ৪ অগাস্ট অর্থাৎ বিজেপি -রসাংগঠনিক বৈঠকের শেষ দিনে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই প্রশিক্ষণ শিবিরেই সামনে আনা হবে সেই অ্যাপ।
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

মূলত গত দুমাস ধরে বুথ স্বশক্তিকরণের কাজ চলছিল বিজেপির।সেখানে বুথের কর্মীদের নাম, পরিচয়পত্র সবই নেওয়া হয়েছে। কিন্তু এবার ডিজিটাল পদ্ধতিতে সেই তালিকা মিলিয়ে দেখা হবে এই অ্যাপের মাধ্যমে। নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে বিশেষ সমীক্ষা শুরু করলেও, তার আগেই নিজস্ব সাংগঠনিক কাঠামো যাচাইয়ের কাজ শুরু করেছে বিজেপি। এবার সেই কাজের ফলাফল ডিজিটাল পদ্ধতিতে মিলিয়ে দেখা হচ্ছে। গ্রামীণ এলাকা থেকে সংগ্রহ করা তথ্যের সত্যতা যাচাই করতে দুই ধাপে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন:

২ জুন থেকে বিজেপি বুথ স্বশক্তিকরণ অভিযান কর্মসূচি শুরু করে । শনিবার সেই কর্মসূচির দু মাস পূর্ণ হল । এর উদ্দেশ্য ছিল, হাতেকলমে সংগ্রহ করা তথ্যের সঙ্গে বাস্তবের সাংগঠনিক পরিস্থিতির মিল আছে কি না, তা যাচাই করা। সেই কাজটি শেষ হওয়ার পর এবার ডিজিটাল পদ্ধতিতে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

প্রতি বুথ থেকে যে কর্মীদের নামের তালিকা দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে, সেই তালিকা মিলিয়ে কর্মীদের নাম অ্যাপে দেওয়া হলেই আসবে তাঁদের সচিত্র পরিচয় পত্র। এভাবেই প্রতি বুথে কত কর্মী আছেন, তাঁদের পরিচয় সরজমিনে দেখে নিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব । অগাস্ট মাসে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে কর্মীদের তথ্য যাচাই করা হবে। এই অ্যাপ ব্যবহার করে সরাসরি কর্মীদের ফোন নম্বর টাইপ করে তাঁদের নাম, ঠিকানা এবং বুথ নম্বর-সহ বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হবে। অতীতে রাজ্যের বুথ মণ্ডল ও বিভিন্ন স্তরে কর্মীদের তালিকায় ভুয়ো নাম দেওয়ার অভিযোগ এসেছে বিভিন্ন স্তর থেকে। এবার আগামী বিধানসভা নির্বাচনের আগে সে ধরনের ফাঁকফোকর মিটিয়ে সংগঠনের হাল বুঝে নিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: কতটা দুধ, কতটা জল? ভোটের আগে বুথ ধরে ধরে নতুন পরীক্ষায় বঙ্গ বিজেপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল