বঙ্গ বিজেপির তরফ থেকে এ বিষয়ে ট্যুইট করে লেখা হয়, ''ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এটা সম্ভব করার জন্য। এই স্বীকৃতি সম্ভব হয়েছে, কারণ ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দুর্গাপুজোকে সংযোজন করতে কেন্দ্রীয় সরকারের তরফে আবেদন করা হয়েছিল।'' যদিও বিজেপির এই দাবি নিয়ে পাল্টা কটাক্ষও করছে তৃণমূল।
বুধবার ইউনেসকো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। সেই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ''বাংলার জন্য এক গর্বের মুহূর্ত। দুর্গাপুজো শুধু উৎসব নয়, বিশ্বের সমস্ত বাঙালির কাছে দুর্গাপুজা এমন এক আবেগ যা সবাইকে ঐক্যবদ্ধ করে তোলে। এখন সেই দুর্গাপুজো মানবতার অবিচ্ছেদ্য ঐতিহ্যের তালিকাভুক্ত। আমরা সবাই আনন্দে উজ্জ্বল হয়ে উঠছি।'' অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলা ও ইংরেজিতে ট্যুইট করে লিখেছেন, ''প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়! দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপূজার অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিৎ।''
আরও পড়ুন: বাংলার জন্য গর্বের দিন, মিলনের উৎসব দুর্গাপুজো হেরিটেজ হওয়ায় ট্যুইট মমতার
আরও পড়ুন: ষড়যন্ত্রেই মৃত্যু কৃষকদের, রাজধর্ম পালনে পদ খোয়াবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী?
কিন্তু বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলেননি। বরং বিধানসভা ভোটের প্রচারে এসে বিজেপি নেতাদের দুর্গাপুজো নিয়ে করা মন্তব্য স্মরণ করিয়ে পাল্টা কটাক্ষ করেছেন তিনি। তবে, বঙ্গ বিজেপি অবশ্য দুর্গাপুজোর এই স্বীকৃতির মধ্যেও নরেন্দ্র মোদির অবদান তুলে ধরতে চাইছে।