পাখির চোখ বাংলার ১৩টি লোকসভা আসন। উত্তর প্রদেশের পর এবার বাংলা। বিজেপির নজরে মুসলিম ভোট। পাখির চোখ বাংলার ১৩টি লোকসভা আসন। সম্প্রতি, মুসলিমদের ‘মন কি বাত’ বুঝতে নির্দেশ দেন নরেন্দ্র মোদি। সেই মতো দেশের ৬০টি লোকসভা আসনকে টার্গেট করেছে বিজেপি। এই আসনগুলিতে সংখ্যালঘুদের জনসংখ্যা বেশি। এর মধ্যে রয়েছে বাংলার ১৩টি আসন।
advertisement
আরও পড়ুন- গৃহস্থ বাড়িতে তালা ভেঙে ঢুকে ব্যাপক লুঠপাট ! সাড়ে সাত মাস পরে পুলিশের জালে মূল পাণ্ডা
বহরমপুরে মুসলিম জনসংখ্যা ৬৪ শতাংশ। জঙ্গিপুরে মুসলিম জনসংখ্যা ৬০ শতাংশ। মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা ৫৯ শতাংশ। রায়গঞ্জে জনসংখ্যা ৫৬ শতাংশ। বসিরহাটে ৪৪ শতাংশ। মালদহ উত্তরে ৫০ শতাংশ। মালদহ দক্ষিণে মুসলিম ৫৩ শতাংশ। যাদবপুরে মুসলিম জনসংখ্যা ৩৩ শতাংশ। মথুরাপুরে ৩২ শতাংশ। বীরভূমে ৩৬ শতাংশ। কৃষ্ণনগরে মুসলিম জনসংখ্যা ৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে ৩৩ শতাংশ। এবং জয়নগরে ৩০ শতাংশ। এই ১৩টি আসনের মধ্যে ৯টি তৃণমূলের হাতে। ২টি কংগ্রেস। আর ২টি বিজেপির।
বঙ্গ পদ্ম শিবিরের নেতৃত্বের কথায়, ‘‘এই সমস্ত এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকল্পের কথা বলব। সব থেকে বেশি গরিব মুসলিম তো বাংলায়। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, মুসলিমদের উন্নয়ন করেছে রাজ্য সরকার।’’ কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নজর গেরুয়া শিবিরের।
আরও পড়ুন-ফেব্রুয়ারিতেই রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?
এ রাজ্যের প্রায় তিরিশ শতাংশ মুসলিম ভোটকে কাছে টানতে ফেব্রুয়ারি মাস থেকেই বিশেষ অভিযান শুরু করবে বিজেপির সংখ্যালঘু মোর্চা। বিজেপি সূত্রের খবর, ‘‘বঙ্গে এই কর্মসূচির হবে ‘সৌহার্দ যাত্রা’ নামে। একদিকে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার আর অন্যদিকে বাংলার মুসলিমদের অভাব অভিযোগ শুনতে বাংলার বিভিন্ন লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে ঘুরবেন বিজেপির প্রতিনিধিরা।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, এই কর্মসূচিতে পদ্ম শিবিরের জোড়া কৌশল। একদিকে কেন্দ্রীয় প্রকল্পের সুফল যাতে মুসলিমরা পান তা নিশ্চিত করা এবং সিএএ নিয়ে মুসলিমদের মন থেকে আশঙ্কা দূর করা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিম্বা সদ্য বঙ্গ সফরে এসে জেলা স্তরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীও দাবি করেন যে, কেন্দ্রীয় প্রকল্পের সুফল পেলে মুসলিমরাও যে বিজেপিকে ভোট দেন তা উত্তরপ্রদেশের ভোটের ফলেই স্পষ্ট। এবার সেই উত্তর প্রদেশ মডেলকেই ভরসা করে বিজেপি মুসলিম তথা সংখ্যালঘুদের যে বিরোধী নয়, সেই লক্ষ্যেই বাংলায় বিশেষ প্রচারাভিযানে নামছে পদ্ম ফুল শিবির ।

