কলকাতা: বাংলায় বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া এগোল আরও একধাপ। রাজ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। রবিশঙ্কর প্রসাদকে নিয়োগ করা হল বিজেপির রাজ্য সভাপতি এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বার নিয়োগের জন্য।
advertisement
রাজ্য বিজেপিতে সভাপতি পদে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে? তা নিয়ে জোর জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে। পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বারবার বৈঠকও করেছে বিজেপির কোর কমিটি। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন, নতুন রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু এ বিষয়ে এখনও কোনও কেন্দ্রীয় নির্দেশ আসেনি।
রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, জেলা সভাপতি বদলের পরই জেলায়-জেলায় বিজেপির অন্দরে কোন্দল বেঁধেছে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে যা দলীয় সংগঠনের জন্য অশনি সংকেত। এমন পরিস্থিতিতে রাজ্য সভাপতি বদল করলে দলের অন্দরে ফাটল আরও চওড়া হতে পারে, এমনই আশঙ্কা অনেক দিন ধরেই করছে বিজেপি নেতৃত্বই।
তাই রাজ্য সভাপতি বদল ঘিরে ‘চূড়ান্ত ঢিলেমি’ চলছে বিজেপির অন্দরে। রাজ্য বিজেপি অনেক নেতাই অবশ্য ভোটের আগে রাজ্য সভাপতি বদলের পক্ষপাতী নন। সেক্ষেত্রে তাঁরা অনেকেই ২০২৬ সালের বিধানসভা ভোট পর্যন্ত সুকান্তকেই রাজ্য সভাপতি পদে রেখে দিতে চান। তবে, সুকান্ত মজুমদারের পাশাপাশি নতুন রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতো ও অগ্নিমিত্রা পালের নাম নিয়েও আলোচনা চলছে বলে খবর। এবার বিজেপির শীর্ষ নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ নতুন দায়িত্ব দেওয়ায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে দ্রুত রদবদল হতে পারে বলেই মনে করছেন বিজেপি নেতারা।