TRENDING:

Bengal BJP On Parliament: সংসদের নিরাপত্তা ইস্যুতে তৃণমূলের অভিযোগ 'অর্থহীন'! প্রতিক্রিয়ায় পাল্টা কটাক্ষ বিজেপির

Last Updated:

Bengal BJP On Parliament: সংসদে নিরাপত্তার ফাঁক নিয়ে তৃণমূলের দাবি অমূলক বলে প্রতিক্রিয়া দিল বঙ্গ বিজেপি। বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'বিষয়টি উদ্বেগের। কিন্তু যেভাবে ঘটনাকে উপস্থাপনা করা হচ্ছে বিষয়টা সে রকম নয়।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সংসদে নিরাপত্তার ফাঁক নিয়ে তৃণমূলের দাবি অমূলক বলে প্রতিক্রিয়া দিল বঙ্গ বিজেপি। বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি উদ্বেগের। কিন্তু যেভাবে ঘটনাকে উপস্থাপনা করা হচ্ছে যে, জাতীয় নিরাপত্তা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, দেশের মানুষের কোনও নিরাপত্তা নেই, বিষয়টা সে রকম নয়। ঘটনা ঘটার পর যে ভাবে দেশের মানুষকে আতঙ্কিত করে তোলা হয়েছে তাও ঠিক নয়।’
পাল্টা কটাক্ষ বঙ্গ বিজেপির
পাল্টা কটাক্ষ বঙ্গ বিজেপির
advertisement

শমীক ভট্টাচার্য একইসঙ্গে বলেন, “তবে বিষয়টি অত্যন্ত চিন্তার। সমালোচনা করার অধিকারও সবারই আছে। দাবি জানানোর অধিকারও সবার আছে।” তৃণমূলকে খোঁচা দিয়ে শমীক এও বললেন, “কারা প্রশ্ন তুলছেন। যে রাজ্যে বল ভেবে বোমার শিকার হয়ে মৃত্যু হয়েছে একাধিক শিশুর! সমাজ বিরোধীরা যে ভাবে প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে তাতে বাংলার মানুষেরই কোনও নিরাপত্তা নেই।”

advertisement

আরও পড়ুন : ‘৩৭০ একটি কলঙ্ক ছিল…’ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে লিখলেন প্রধানমন্ত্রী মোদি

তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গ টেনে বঙ্গ পদ্ম শিবির বলছে, “একজন সজ্ঞানে বিদেশের একজন ব্যবসায়ীকে পাসওয়ার্ড শেয়ার করলেন। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষাকে অন্যের হাতে তুলে দিলেন তাদের মুখে এসব কথা মানায় না। আর যিনি একজন বিজেপি সাংসদ পাস দিয়েছেন সংসদরা অনেকেই পাস দেন। কিন্তু দুটি বিষয়কে যে ভাবে তৃণমূল এক জায়গায় আনছে তা ঠিক নয়। তবে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। ঘটনার উপযুক্ত তদন্ত হবে। এর সঙ্গে বিজেপি সাংসদের বহিষ্কারের যে দাবি উঠছে তা অমূলক।”

advertisement

অন্যদিকে বিজেপি সাংসদের বহিষ্কারের দাবি তুলে তৃণমূল শিবির বলছে, “যারা আক্রমণ করলেন তারা তো সাংসদ নন৷ নিরাপত্তার বেষ্টনী ভেঙে কী করে সংসদে ঢুকে পড়লেন তাঁরা? বিজেপি সাংসদ প্রবেশ করার জন্য এদের পাস দিলেন৷ জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হল৷ এই বিজেপি সাংসদকে অবিলম্বে বহিষ্কার করা উচিত।”

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বলা বাহুল্য, সংসদে নিরাপত্তার ফাঁক নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে বুধবারের ঘটনা৷ আর এই কাণ্ডের সঙ্গে জড়িয়েছে এক বিজেপি সাংসদের নাম৷ ফলে বিরোধীদের প্রশ্নের মুখে আরও বেশি করে অস্বস্তিতে পদ্ম শিবির৷ সংসদে ভিজিটর্স গ্যালারি থেকে নীচে লাফ দিয়ে এবং প্রতিবাদ করে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের লোকসভায় প্রবেশের পাস দেওয়া হয়েছিল মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে৷ এই তথ্য সামনে আসার পরই বিজেপি সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP On Parliament: সংসদের নিরাপত্তা ইস্যুতে তৃণমূলের অভিযোগ 'অর্থহীন'! প্রতিক্রিয়ায় পাল্টা কটাক্ষ বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল