সন্দেশখালিতে মহিলাদের উপর নারকীয় অত্যাচার হয়েছে বলেও অভিযোগে সুর চড়ান রাজনাথ। তবে যেভাবে রাজ্য বিজেপি বুক চিতিয়ে সন্দেশখালি ইস্যুতে লড়াই করছে তাকেও কুর্নিশ জানান তিনি। রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময়েই কার্যত রাজ্য সরকারকে নিশানা করেন রাজনাথ সিং।
এদিকে শনিবার কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘রবিবার অধিবেশনে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই থাকবেন। তাঁদের কাছেও সন্দেশখালির ঘটনার রিপোর্ট তুলে ধরব।’’
advertisement
আরও পড়ুন: ‘তৈরি হোন, বাংলা দখল আর বেশি দেরি নয়…’ বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে বাংলা নিয়ে সরব নাড্ডা
বিজেপি সূত্রের খবর, আজ, রবিবার দলের অধিবেশনের মাঝেই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সন্দেশখালির বর্তমান পরিস্থিতির কথা বিস্তারিতভাবে জানাবেন। বলাবাহুল্য, গত কয়েকদিন ধরেই সন্দেশখালি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সেই আঁচ গিয়ে পড়েছে দিল্লিতে। জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধিরা ঘুরে গিয়েছেন সন্দেশখালিতে। সোমবার সন্দেশখালি যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও।
আরও পড়ুন- মা হচ্ছেন না অনুষ্কা শর্মা! তা হলে সব খবর ‘ভুল’! ভাইরাল ‘এই’ ঘটনায় সব ওলটপালট
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তৈরি ৬ সদস্যের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালিতে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। বঙ্গ পদ্ম শিবিরের সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও সন্দেশখালিতে যেতে গিয়ে বাধা পেতে হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে দুদিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও এবার উঠে এল সন্দেশখালিতে মহিলাদের নির্যাতনের অভিযোগ প্রসঙ্গ।