তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘শমীক ভট্টাচার্য বাংলা বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন। অবশ্যই তাঁর সঙ্গে আদর্শগত লড়াই থাকবে। তবে যিনিই সভাপতি হন, দেখা যাবে ভোটে পর্যদুস্ত হয়েছেন৷ ব্যক্তি আক্রমণ অশালীন আচরণ করেন না শমীক। আশা করি সেটা ও করবে না৷ সমস্যা হল ও বিধানসভা ভোটে তৃণমূল নিয়ে কি ভাববে? একদিকে মিসেস পাল, আবার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অনেকে আছে৷ যারা ও ব্যর্থ হোক চাইবে। আমাদের ধারণা ছিল বিজেপি ৪৮ থেমে যাবে, এখন মনে হয় ৩৮ থেমে যাবে। উনি সাহিত্য পড়েন, গান শোনেন। কিন্তু ওনার দলের নেতারা যে কি করবে? ওর কিছু পুরানো অডিও ছাড়ছে। আমরা অবশ্য এখনই এই নিয়ে অসৌজন্যতা দেখাব না।’ আবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘শমীক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাই। শমীকের সাথে দীর্ঘদিন বিধানসভাতে কাজ করেছি। নতুন দায়িত্বকে শুভেচ্ছা জানাই।’
advertisement
আরও পড়ুন- শেফালি জরিওয়ালার মৃত্যুর ভুয়ো খবর…! ফোনের পর ফোন, মিডিয়ার প্রশ্ন, কী করেছিলেন অভিনেত্রী?
তিনি আরও বলেন, ‘তবে আশা করা ভালো, প্রত্যাশা ভালো। শমীক নিজেও জানে তৃণমূলকে সরানো যাবে না। তাই সভাপতি বদল হোক, আনন্দ হোক, খাওয়া দাওয়া হোক। নিজেদের সংগঠন নিয়ে থাকুক। তৃণমূলকে সরানো অসম্ভব। বেস নষ্ট করা যাবে না তৃণমূলের। কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’