প্রতি বছরই জন্মদিন উদযাপনের বদলে ‘সেবাপক্ষ’ পালন করা হয়। এবারের জন্মদিনে এই ‘সেবাপক্ষ’ বিশেষভাবে পালন করা হবে বলেই জানা গিয়েছে। প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে মোদির জীবন ও কর্ম সম্বন্ধীয় নানা তথ্য। কলকাতার প্রদর্শনী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জাদুঘরের দু-টি তল এবং মাঝের চত্বর জুড়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সঙ্গে রোজই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুন– SIR প্রস্তুতি তুঙ্গে ! রাজ্যে জেলাশাসক, ERO, AERO-দের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সিইও-র
অ-রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকার- এই তিন ক্ষেত্র মিলিয়ে তাঁর অভিজ্ঞতা রীতিমতো চর্চার বিষয়। কলকাতা জাদুঘরে নরেন্দ্র মোদির জীবন জুড়ে থাকা নানা চিহ্ন থাকছে এই প্রদর্শনী জুড়েই। এর পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড, ভারতের আর্থ-সামাজিক অগ্রগতি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিপত্তি সব তুলে ধরা হবে। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন- তা এই প্রদর্শনীর মাধ্যমে জানতে পারবেন উৎসাহীরা। বিশেষ করে অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে সামাজিক উন্নয়নের যে মাইলফলক নরেন্দ্র মোদি ছুঁয়েছেন, তা বিজেপির কথায়, আগে আর কোনও প্রধানমন্ত্রী নিজের সময়কালে করে উঠতে পারেননি।