প্রসঙ্গত, দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থাকা সত্বেও পড়লো এই পোস্টার। বঙ্গ বিজেপিতে ডামাডোল! রাতের অন্ধকারে ট্রেনে, স্টেশন চত্বরে, ফ্লাইওভারে পড়ল পোস্টার। কাঁচরাপাড়া মগরা, পূর্ব বর্ধমান, কল্যাণীতে পড়ল এই পোস্টার।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে ফলো? রাতের কাঁথিতে ভয়ানক কাণ্ড! দুই যুবককে ঘিরে বড় রহস্য
'বঙ্গ বিজেপিকে বাঁচাতে সুব্রতকে চাই'। বঙ্গ বিজেপির হাল ফেরাতে ১৮ লোকসভা আসন জয়ের অন্তরালের কারিগর সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে সংগঠনে ফেরাতে হবে'। পোস্টারে উল্লেখ রয়েছে এমনই। অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে 'অনাস্থা' দলেই!
advertisement
আরও পড়ুন: সূত্র এসে গিয়েছে হাতে, মানিকের আর 'রক্ষা' নেই! জেলে রেখেই 'খেলা' শেষ করতে চাইছে ইডি
বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। অমিতাভের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় গত সেপ্টেম্বর মাসে তাঁর ক্ষমতা খর্ব করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) পদে আনা হয় সতীশ ধন্ডকে। আর এবার পোস্টার পড়লো অমিতাভকে কার্যত সরানোর। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবির যে চরম অস্বস্তিতে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।