TRENDING:

নবান্ন অভিযানকে গণ-আন্দোলনের চেহারা দিতে মরিয়া বঙ্গ বিজেপি, বাধা দিলে প্রতিরোধ হবে, বলছেন পদ্ম নেতারা

Last Updated:

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রচারে ঐক্যের ছবি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী,  কলকাতা-  নবান্ন অভিযানে পথে নামবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও। নবান্ন অভিযানের দিন মোট তিন জায়গায় জমায়েত। সেখান থেকে মিছিল করে নবান্ন অভিযান।কলেজ স্কোয়ার, সাঁতরাগাছি ও হাওড়া ময়দানে জমায়েত হবে। এই তিন জায়গাতেই বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা থাকবেন বলে সূত্রের খবর।
নবান্ন অভিযানকে গণ-আন্দোলনের চেহারা দিতে মরিয়া বঙ্গ বিজেপি
নবান্ন অভিযানকে গণ-আন্দোলনের চেহারা দিতে মরিয়া বঙ্গ বিজেপি
advertisement

১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রচার অভিযান কর্মসূচি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। প্রত্যেকেই জেলায় জেলায় চষে বেড়াচ্ছেন। কোথাও করছেন জনসভা। আবার কোথাও বা নবান্ন অভিযানের সমর্থনে মিছিল। নবান্ন অভিযান উপলক্ষে মেগা প্রচার অভিযানে বিশেষ নজর দেওয়া হচ্ছে জঙ্গলমহলকে। একুশের কুরুক্ষেত্রে দুশো পারের লক্ষ্য নিয়ে যু্দ্ধে নেমে অনেক আগেই থামতে হয় বিজেপিকে। তারপর থেকে একের পর এক নির্বাচনে বঙ্গে বিজেপি ধরাশায়ী।

advertisement

আরও পড়ুন-অমিত শাহের নির্দেশে বিএসএফের নজরদারিতে গরু পাচার কমেছে... পরিসংখ্যান তুলে ধরে দাবি শুভেন্দু অধিকারীর

সামনের বছর পঞ্চায়েত ভোট। তারপরের বছর লোকসভার মহারণ। কিন্তু বঙ্গ বিজেপির বেহাল দশা। বারেবারে গোষ্ঠীদ্বন্দে জেরবার। বঙ্গ বিজেপির এই অনৈক্যের ছবি বারবারই অস্বস্তিতে ফেলছে পদ্মের কেন্দ্রীয় নেতৃত্বকে বলে মনে করছে রাজনৈতিক মহল।  বৈদিক ভিলেজের প্রশিক্ষণ শিবিরে এসে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষকে কড়া বার্তা দিতে হয়েছে।

advertisement

একসঙ্গে চলার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও। কোন্দল ভুলে একসঙ্গে কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্দেশের পরই এক হয়ে নেতারা নবান্ন অভিযানকে সামনে রেখে কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন- মমতা-অভিষেকের পঞ্চায়েত প্রস্তুতি বৈঠককে কটাক্ষ শুভেন্দুর, আজ বৈঠকে বিজেপি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবান্ন অভিযান সফল করতে এখন বিজেপি মরিয়া। আগামী ১৩  সেপ্টেম্বর নবান্ন অভিযানে গণ-আন্দোলনের  চেহারা দিতে রাজ্যের এ প্রান্ত থেকে সে প্রান্তে এখন ছুটে বেড়াচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। বঙ্গ বিজেপির নেতারা হুঁশিয়ারিও দিয়ে বলেছেন, অভিযানে বাধা দিলে প্রতিরোধ হবে। সব মিলিয়ে ১৩ তারিখের নবান্ন অভিযান বঙ্গ বিজেপির কাছে কার্যত শক্তি প্রদর্শন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানকে গণ-আন্দোলনের চেহারা দিতে মরিয়া বঙ্গ বিজেপি, বাধা দিলে প্রতিরোধ হবে, বলছেন পদ্ম নেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল