সোমবার ২২ অগাস্ট বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক হবে হেস্টিংসে। দলীয় সূত্রের খবর, রাজ্যের প্রথম সারির নেতৃত্ব ছাড়াও রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলার পদাধিকারীদের এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন অমিত মালব্য। বৈঠকে থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মত নেতৃত্বরাও।
advertisement
আরও পড়ুন: মাঝ আকাশে 'ফায়ার অ্যালার্ম'! ১৬৫ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ Indigo বিমানের
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে মজবুত করতে নানান উদ্যোগ চোখে পড়ছে বঙ্গের পদ্ম শিবিরে। সদস্য সংখ্যা বৃদ্ধি অভিযানের পাশাপাশি সাংগঠনিক রদবদল থেকে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে সম্প্রতি যৌথভাবে সংগঠনে নিয়ে আসা হয়েছে সতীশ ধন্ডকে।
বাংলার ৯০ শতাংশ পঞ্চায়েত আসনই তৃণমূলের দখলে। পর্যবেক্ষকদের অনেকের মতে, পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দেওয়াই চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে। যদিও, সূত্রের খবর, পদ্ম ব্রিগেডের পাখির চোখ আসলে লোকসভা নির্বাচন। উনিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপি যে ১৮টি আসন জিতেছিল, চব্বিশে সেগুলি ধরে রাখা যাবে কিনা, তা নিয়ে গেরুয়া শিবিরেরই একাংশ সংশয়ে।
আরও পড়ুন: আরও বিপাকে অনুব্রত? সিবিআই 'কেস ডাইরি'তে এবার আরও বড় অভিযোগ কেষ্টর বিরুদ্ধে!
এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির নেতাদের একাধিক কড়া বার্তা দিতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। গোষ্ঠী কোন্দল সরিয়ে একজোট হয়ে কাজ করা, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো, আন্দোলনের রণকৌশল, নবান্ন অভিযান-সহ নানান বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। বলাবাহুল্য, গেরুয়া শিবিরের দিল্লির দফতরে চলতি মাসের প্রথম দিকে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাংগঠনিক বৈঠকে বসার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়। আগামিকাল সেই বৈঠকই হতে চলেছে এবার কলকাতায়।