Indigo Emergency Landing: মাঝ আকাশে 'ফায়ার অ্যালার্ম'! ১৬৫ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ Indigo বিমানের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indigo Emergency Landing: বিমানটি রানওয়ে ছোঁয়ার পর তার এমার্জেন্সি দরজা দিয়ে যাত্রীদের বের করে নিয়ে আসা হয়। বিমানের চারিদিক ঘিরে ফেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এবং বিমানবন্দরের ফায়ার টেন্ডার।
#কলকাতা: দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের আচমকা জরুরি অবতরণ। পাইলট কলকাতা এটিসিকে জানায় ককপিটে ফায়ার অ্যালার্ম বেজেছে কার্গো হোল্ডে ইন্ডিকেট করছে। এরপরেই এটিসি সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করার অনুমতি দেয়। সঙ্গে সঙ্গে ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করে পরবর্তী সময়ে ক্যাপ্টেন আবার এটিসিকে জানায় এলার্মটা ফলস অ্যালার্ম ছিল। আগুনের কোনও সমস্যা নেই যেহেতু জরুরি অবতরণ ডিক্লেয়ার করা হয়েছিল সেই কারণে তৎক্ষণাৎ ১৬৫জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি।
মাঝ আকাশে দিল্লি থেকে কলকাতাগামী বিমানের কার্গো হোল্ডে ধোঁয়া দেখা দেয় বলেই চাঞ্চল্য ছড়ায় বলে প্রাথমিকভাবে জানা যায়। তখন সকাল ১০ টা বেজে ২০ মিনিট। গোটা বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। দু’মিনিটের মধ্যে অর্থাৎ ১০টা ২২ নাগাদ কলকাতা বিমানবন্দরের এয়ারপোর্ট অপারেশনাল কন্ট্রোল সেন্টারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেইমতো বিমানবন্দরে দমকল, অ্যাম্বুলেন্স, সিআইএসএফের কর্মীদের মোতায়েন করা হয়।
advertisement
সকাল ১০টা ৪৩ নাগাদ দিল্লি থেকে ইন্ডিগোর ৬ই ২৫১৩ বিমানটি ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ে ছোঁয়ার পর তার এমার্জেন্সি দরজা দিয়ে যাত্রীদের বের করে নিয়ে আসা হয়। বিমানের চারিদিক ঘিরে ফেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এবং বিমানবন্দরের ফায়ার টেন্ডার। ১১টা ২২ মিনিট নাগাদ ওই জরুরি অবস্থা রদ করা হয়।
advertisement
advertisement
নিরাপদে বিমানবন্দরে নামলেও ওই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। কেন এমন এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হল পুরোপুরি স্পষ্ট না হলেও পরে যখন বিমানবন্দরে নেমে গোটা বিষয়টি জানতে পারেন চোখে মুখে ভয়ের ছাপ দেখা যায় তাঁদের। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ দেখা গিয়েছে।
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 8:22 PM IST