সাম্প্রতিক কালে নেতাজি ইনডোরের মতো জায়গায় এহেন সাংগঠনিক জনসভা করতে দেখা যায়নি বিজেপিকে। আজ যেখানে ডাকা হয়েছে সাংসদ , বিধায়ক , জেলা সভাপতি , মণ্ডল সভাপতি , মণ্ডল পদাধিকারী, মোর্চা সভাপতি, রাজ্য কমিটির সদস্যদের। এখনও সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হয়নি, সাংগঠনিক নির্বাচনও ১০০% শেষ করা যায়নি, এসব যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে রাজ্য বিজেপির কর্মীদের ভোকাল টনিক দিতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রী।
advertisement
সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে, উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ কাঁটা, বিধায়কদের তৃণমূলে যোগদানের জল্পনা, এসব নিয়ে মাঝেমধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি তারা।
মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসে। ৩ টি সাংগঠনিক জেলায় এখনও সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে, তা নিয়েও রয়েছে জোরাল প্রশ্ন। সে সকল প্রশ্ন এবং অস্বস্তি কাটিয়ে কোন পথে তৃণমূলের বিরোধিতা সম্ভব, আজকের নেতাজি ইন্ডোরের সভা থেকে তার দিক নির্দেশ করে দিতে পারেন অমিত শাহ।