TRENDING:

Bengal Bandh Today: বনধ সমর্থনে স্টেশনে স্টেশনে বিজেপির পিকেটিং, পথ অবরোধ, পাল্টা পথে তৃণমূল! জনজীবন ছন্দে রাখতে তৎপর পুলিশ

Last Updated:

Bengal Bandh Today: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উপর পুলিশী লাঠিচার্জ অত্যাচারের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের সমর্থনে এদিন সকাল থেকেই রাস্তায় দেখা গেল বিজেপি নেতা ও কর্মীদের। পিকেটিং শুরু হয়েছে রেলপথেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উপর পুলিশী লাঠিচার্জ অত্যাচারের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের সমর্থনে এদিন সকাল থেকেই রাস্তায় দেখা গেল বিজেপি নেতা ও কর্মীদের। পিকেটিং শুরু হয়েছে রেলপথেও।
বিজেপির বাংলা বনধ প্রতীকী ছবি৷
বিজেপির বাংলা বনধ প্রতীকী ছবি৷
advertisement

সকাল থেকেই জেলায় জেলায় পথ অবরোধে নেমেছে পদ্ম বাহিনী। জায়গায় জায়গায় বনধ বানচাল করতে পাল্টা পথে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তির ছবিও উঠে এসেছে। তবে মোটের উপর স্বাভাবিক জনজীবন।

আরও পড়ুন: সাগরে নতুন’ হুঁশিয়ারি! আবহাওয়ার চরম রদবদল! বৃষ্টির ‘মহাখেলা’ শুরু কবে? তারিখ বলে সতর্ক করল আইএমডি!

advertisement

একদিকে যখন বনধে যান চলাচল স্বাভাবিক রয়েছে শৈলশহর দার্জিলিং ও সংলগ্ন এলাকায়, দোকানপাট খুলেছে চেনা ছন্দে অন্যদিকে তেমন বিভিন্ন জায়গায় স্টেশনে স্টেশনে শুরু হয়েছে অবরোধ।

বারাসাত স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা রেল অবরোধ করে। আবার পাল্টা নাম তৃণমূল শিবির। তৃণমূল কর্মী সমর্থকরা অবরোধ তুলতে এলে এলাকায় উত্তেজনা ছড়ায়। বাসন্তীতেও বিজেপির কর্মী সমর্থকেরা বাসন্তী হাইওয়ের পালবাড়ি বাজারের কাছে পথ অবরোধ শুরু করেছে।পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি ও উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।

advertisement

ঘটনায় বাসন্তী থানার পুলিশ বিজেপি নেতা বিকাশ সর্দারকে আটক করে। প্রায় ৩০ মিনিট পথ অবরোধ করার পরে পুলিশ বিজেপি নেতা বিকাশ সর্দারকে আটক করার পরে অবরোধ উঠে যায়। এরপরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ক্যাশলেস টিকিট! বুকিং কাউন্টারে QR Code মেশিন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

দুর্গাপুরেও বেশ কয়েকটি রুটের বাস আটকে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এর নেতৃত্বে মিছিলে নামে পদ্ম শিবির। দুর্গাপুরের বেনাচিতি বাজারে দোকান পাট জোর করে বন্ধ করার চেষ্টা করে বিজেপি সমর্থকেরা। অন্যদিকে বাঁকুড়ায় এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বনধের সেই অর্থে কোনও প্রভাব নেই এই জেলায়। দোকানপাট খোলা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bandh Today: বনধ সমর্থনে স্টেশনে স্টেশনে বিজেপির পিকেটিং, পথ অবরোধ, পাল্টা পথে তৃণমূল! জনজীবন ছন্দে রাখতে তৎপর পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল