জেরায় তিনি আরও জানিয়েছেন যে ১৫দিন আগে থেকে শিশু খুনের পরিকল্পনা করছিলেন তিনি৷ প্রথমে শিশুকে গলা টিপে খুন করতে যান৷ কিন্তু শিশুটি চিৎকার করে কাঁদতে থাকলে তার মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেন সন্ধ্যা৷ তারপর তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে দেন তিনি৷ বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিশুকে খুন করেন তিনি এবং ঘটনা ধামা চাপা দিতে অপহরণের নাটক করেন৷ তবে মা হয়ে কেন এমন নৃশংস আচরণ করলেন সন্ধ্যা, তারই খোঁজ চালানো হচ্ছে৷
advertisement
মনস্তত্ববিদ হিরণ্ময় সাহার মতে বাচ্চাকে খুন করা মায়ের পক্ষে কষ্টকর৷ তাই এই মহিলার নিশ্চিত কিছু মানসিক সমস্যা রয়েছে, যার ফলে তিনি নিজের সন্তানকে খুন করেছেন৷
এই মহিলার আচরণের কারণ বর্ণনা দিতে গিয়ে কয়েকটি কারণ উল্লেখ করেছেন৷
১) মহিলার অবৈধ সম্পর্ক থাকার ফলে এমন কাণ্ড তিনি ঘটাতে পারেন৷ মনস্তত্বের হিসেবে হাজারের মধ্যে একজনের এরকম হতে পারেন বলেই তিনি জানিয়েছেন৷ এছাড়াও যেই কারণগুলির জন্য এমন ঘটনা ঘটাতে পারেন একজন মা, সেগুলি হল
২) সন্তান হওয়ার পর মায়েদের মধ্যে অবসাদ দেখা দেয়, তা থেকে এমন চিন্তা আসতে পারে
৩) পারিবারিক অশান্তি থাকতে পারে
৪) মানসিক ভাবে ভেঙে পড়ার ঘটনা এটা এক লক্ষের মধ্যে একজন
৫) অপরাধ মনস্ক
৬) আত্মহত্যা অসুখ থাকলেও এমন ঘটনা ঘটতে পারে