TRENDING:

Dengue: ডেঙ্গির ছোবল থেকে বাঁচলেন না বেলেঘাটা আইডির কর্তা! লড়েছিলেন বিধানসভা ভোটেও

Last Updated:

গতকাল পর্যন্ত তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার৷ কিন্তু রাতেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাতেই তাঁর প্লেটলেটের সংখ্যা নেমে আসে ১৬ হাজারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার (৪২)৷ এ দিন বেলেঘাটা আইডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনির্বাণ বাবু গত ১ নভেম্বর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এই তরুণ আধিকারিক ২০১১ এবং ২০১৬ সালে সাঁকরাইল কেন্দ্র থেকে সিপিএম-এর প্রার্থীও হন৷
প্রয়াত অনির্বাণ হাজরা৷
প্রয়াত অনির্বাণ হাজরা৷
advertisement

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে৷ বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগেই জ্বর আসে অনির্বাণ বাবুর৷ ডেঙ্গি পরীক্ষার ফল পজিটিভ আসার পর গত ২ নভেম্বর তাঁকে আইডি হাসপাতালেই ভর্তি করা হয়৷ গতকাল পর্যন্ত তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার৷ কিন্তু রাতেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাতেই তাঁর প্লেটলেটের সংখ্যা নেমে আসে ১৬ হাজারে৷

advertisement

রাতেই অনির্বাণ বাবুকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ এ দিন সকালেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে৷ গত বছর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন অনির্বাণ বাবু৷ করোনার ধাক্কা কাটিয়ে উঠলেও শরীর কিছুটা দুর্বল হয়ে পড়েছিল৷ শেষ পর্যন্ত ডেঙ্গির সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ালো৷

advertisement

আরও পড়ুন: আক্রান্ত প্রায় ৫০ হাজার, রাজ্যে রেকর্ড গড়ছে ডেঙ্গি! রক্তচক্ষু কলকাতাতেও

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

অনির্বাণ হাজরার বাবা হারান হাজরা রাজ্যের প্রাক্তন বিধায়ক ছিলেন৷ সাঁকরাইল কেন্দ্র থেকেই ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৭২ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি৷ এসএফআই-এর মুখপত্র ছাত্র সংগ্রামেরও প্রাক্তন সম্পাদক ছিলেন অনির্বাণ৷ মাত্র বছর দেড়েক আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি৷ ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সাঁকরাইল কেন্দ্র থেকে মাত্র ১১৩ ভোটে পরাজিত হন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue: ডেঙ্গির ছোবল থেকে বাঁচলেন না বেলেঘাটা আইডির কর্তা! লড়েছিলেন বিধানসভা ভোটেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল