TRENDING:

বেটন ফাইনালে মুখোমুখি ভারতীয় হকির দুই প্রজন্ম !

Last Updated:

বেটন ফাইনালে ভারতীয় হকির ভবিষ‍্যতের সামনে সায়াহ্নের প্রজন্ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেটন ফাইনালে ভারতীয় হকির ভবিষ‍্যতের সামনে সায়াহ্নের প্রজন্ম। শনিবার সেমিফাইনালে প্রত‍্যাশামতই পঞ্জাব অ‍্যান্ড সিন্ধ ব‍্যাঙ্ককে উড়িয়ে দিল ভারত পেট্রোলিয়াম। হরজিৎ, হরমনপ্রীতদের নিয়ে সদ‍্য জুনিয়র হকি বিশ্বসেরা উঠতিদের ছড়াছড়ি পেট্রোলিয়াম দলে। ম‍্যাচের ফল ৫-২।
advertisement

বক্সিং ডে-র দুপুরে সল্টলেক সাই ক‍্যাম্পাসে ১২১-তম বেটনের দ্বিতীয় সেমিফাইনালের খেলাও অনেক হাড্ডাহাড্ডির হল। উত্থানপতনে ঘেরা ম‍্যাচে ওএনজিসি-কে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল ইন্ডিয়ান অয়েল। যে দলে আবার রঘুনাথ, প্রভজ‍্যোৎ, দীপকদের মত তারকাদের ভিড়। একা দীপক ঠাকুরই জোড়া গোল করলেন, আরেকটা করালেন। জুনিয়রদের বিরুদ্ধে ফাইনালকে অন‍্য চ‍্যালেঞ্জ হিসেবেই দেখছেন দীপকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

এদিকে  অসুস্থ আম্পায়ারের সাহায‍্যে এগিয়ে এলেন সতীর্থরা। মানবিকতার তাই নতুন দৃষ্টান্ত স্থানীয় ক্রিকেটে। সোমবার সিএবি আম্পায়ার অজিত দত্তের দিকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন অন‍্য আম্পায়ার এবং অবজার্ভাররা। একটি বেসরকারি হাসপাতালে ক’দিন আগেই বাইপাস হয় ক্রিকেট আম্পায়ার এবং ফুটবলের রেফারি অজিত দত্তের। সোমবার তাঁর সঙ্গে দেখা করেন সিএবি কোষাধ‍্যক্ষ বিশ্বরূপ দে। অজিতবাবুর হাতে তুলে দেওয়া হয় ৫৬ হাজার টাকা। ব‍্যক্তিগত উদ‍্যোগে যা সংগ্রহ করেছেন সিএবি-র আম্পায়ার এবং অবজার্ভাররা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বেটন ফাইনালে মুখোমুখি ভারতীয় হকির দুই প্রজন্ম !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল