TRENDING:

Behala accident update: এক রাতেই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি, মূল্য চুকিয়ে গেল ছোট্ট সৌরনীল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা৷ লরির চাকায় পিষে স্কুল ছাত্রের মৃত্যুর পর রাতারাতি বদলে গেল েবহালা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ছবি৷ শহরের অন্যান্য গুরত্বপূর্ণ মোড়গুলির মতো বেহালা চৌরাস্তায় গতকাল রাতেই বসিয়ে দেওয়া হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট। বসানো হয়েছে জেব্রা ক্রসিংয়ের ঠিক সমান্তরাল ভাবেই। দড়ির বাঁধনের কন্ট্রোলে পুলিশ কর্মীরা ড্রপ গেট তুলছেন এবং ড্রপ করছেন। পথচারীদেরও রাস্তা পারাপার করতে হচ্ছে জেব্রা ক্রসিং দিেয়ই৷ নিয়ম ভাঙলেই পথচারীদের ধমক দিচ্ছেন পুলিশকর্মীরা৷
বেহালা চৌরাস্তা মোড়ে পথচারীদের জন্য বসানো হয়েছে ড্রপ গেট৷
বেহালা চৌরাস্তা মোড়ে পথচারীদের জন্য বসানো হয়েছে ড্রপ গেট৷
advertisement

বেহালা চৌরাস্তা মোড় এলাকার ফুটপাথগুলি কার্যত হকারদের দখলে চলে গিয়েছে৷ ফলে একরকম বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়েই চলাচল করেন পথচারীরা৷ পথচারীদের হাঁটার জন্যও রাস্তার ধারে আড়াই মিটার মতো চওড়া জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ সেখানে ফাইবার ডিভাইডার বসিয়ে তা বেঁধে দেওয়া হয়েছে মোটা দড়ি দিয়ে।

advertisement

গোটা রাস্তায় মাত্রাতিরিক্ত গতিতে যান চলাচল যাতে না করে, সেই কারণে পর্যাপ্ত ব্যারিকেড লাগানো হয়েছে রাস্তায়। ভোর থেকেই যানবাহন সামলানোর দায়িত্বে রয়েছেন দু’ জন ট্রাফিক সার্জেন্ট, ৩ জন ট্রাফিক পুলিশকর্মী এবং ৮ জন হোমগার্ড। মোট পাঁচটি ম্যানুয়াল ড্রপগেট আনা হয়েছে এলাকায়। বেহালা চৌরাস্তা এলাকায় দু’টি, বেহালা ট্রাম ডিপোয় একটি, এবং রাস্তার ভিড় খতিয়ে দেখে আরও দু’টি ড্রপ গেট কোথায় বসবে সেই সিদ্ধান্ত নেবে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

গতকালই বেহালা চৌরাস্তা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সাত বছরের সৌরনীল সরকারের৷ গুরুতর আহত হন সৌরনীলের বাবা সরোজ সরকার৷ এই দুর্ঘটনার পরই ব্যস্ত ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে৷ দুর্ঘটনা খবর শুনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী নিজেও৷ এর পরেই বেহালা চৌরাস্তা সহ ডায়মন্ড হারবার রোডের যান চলাচল নিয়ন্ত্রণে আরও তৎপর হয় কলকাতা পুলিশ৷ আক্ষেপ শুধু একটাই, এক বাবা-মায়ের কোল খালি হওয়ার পর হুঁশ ফিরল পুলিশের!

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Behala accident update: এক রাতেই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি, মূল্য চুকিয়ে গেল ছোট্ট সৌরনীল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল