যে সব জেলায় বদল হয়েছে:
- উত্তর ২৪ পরগনা:
- দক্ষিণ ২৪ পরগনা:
- কোচবিহার:
- মুর্শিদাবাদ:
- মালদা:
- পুরুলিয়া:
জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকে স্বাস্থ্য দপ্তরের সচিব করা হয়েছে।
নতুন জেলাশাসক শশাঙ্ক শেট্টি।
জেলাশাসক সুমিত গুপ্তা বদলি।
নতুন জেলাশাসক হলেন কোচবিহারের প্রাক্তন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।
advertisement
প্রাক্তন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দক্ষিণ ২৪ পরগনায় যাওয়ায়, নতুন দায়িত্বপ্রাপ্তের নাম এখনও জানা যায়নি (নবান্ন সূত্রে শিগগির ঘোষণা)।
জেলাশাসক রাজশ্রী মিত্র বদলি।
নতুন জেলাশাসক হলেন মালদার প্রাক্তন জেলাশাসক নীতিন সিংহানিয়া।
জেলাশাসক নীতিন সিংহানিয়া মুর্শিদাবাদে গেছেন।
নতুন জেলাশাসক প্রীতি গোয়েল (প্রাক্তন দার্জিলিং জেলাশাসক)।
জেলাশাসক রজত নন্দা বদলি।
নতুন জেলাশাসক কনঠাম সুধীর, যিনি ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিইও।
এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!
ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ…দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে ‘জলাধার’ নিমেষে!
- দার্জিলিং:
- বীরভূম:
- পূর্ব মেদিনীপুর:
- ঝাড়গ্রাম:
জেলাশাসক প্রীতি গোয়েল বদলি হয়ে মালদায় গেছেন। নতুন জেলাশাসকের নাম এখনও ঘোষণা হয়নি।
জেলাশাসক বিধানচন্দ্র রায় বদলি।
নতুন জেলাশাসক ধবল জৈন, যিনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার ছিলেন।
জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বদলি।
নতুন জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল।
জেলাশাসক সুনীল আগারওয়াল বদলি।
নতুন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, যিনি ছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক।
প্রশাসনিক বিশ্লেষণ:
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই রদবদল মূলত ভোটের প্রস্তুতি মাথায় রেখেই। SIR শুরুর পর বদল নিষিদ্ধ হওয়ায়, আগে থেকেই জেলাশাসকদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকে স্বাস্থ্য দপ্তরের সচিব পদে স্থানান্তর করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শশাঙ্ক শেট্টি, যিনি উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নেবেন।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় কোচবিহারের প্রাক্তন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নেবেন।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্রকে বদলি করা হয়েছে। মালদা জেলার প্রাক্তন জেলাশাসক নীতিন সিংহানিয়াকে মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার কনঠাম সুধীরকে পুরুলিয়ার নতুন জেলাশাসক করা হয়েছে।
দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েলকে বদলি করে মালদা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দার্জিলিংয়ের নতুন জেলাশাসক পদ আপাতত শূন্য রয়েছে।
বীরভূম জেলার জেলাশাসক বিধানচন্দ্র রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার ধবল জৈন।
পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে ইউনিস রিসিন ইসমাইলকে পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল আগারওয়ালকে বদলি করে উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে ঝাড়গ্রামের নতুন জেলাশাসক করা হয়েছে।
এই রদবদল নিয়ে প্রশাসনিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হওয়ার পর জেলাশাসক বদল করা সম্ভব হবে না বলে আগে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ জেলাগুলিতে নির্বাচনের আগে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও কার্যকারিতা নিশ্চিত রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
