TRENDING:

Basundhara Goswami supports Ajanta Biswas: 'সিপিএম স্টালিনিস্ট দল!' অজন্তার সমর্থনে জাগো বাংলায় লিখলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা

Last Updated:

বিধানসভায় বামদের শূন্য হওয়ার জন্য সরাসরি সিপিএম-কেই দায়ী করেছেন অজন্তা৷ সিপিএম নেতাদের জনবিচ্ছিন্ন বলে দাবি করে তিনি লিখেছেন, বিজেপি-র বিরুদ্ধে মানুষ তৃণমূলের উপরেই আস্থা রেখেছেন (Basundhara Goswami supports Ajanta Biswas)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অজন্তা বিশ্বাসের পর এবার বসুন্ধরা গোস্বামী৷ তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় এবার উত্তর সম্পাদকীয় লিখলেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা৷ কয়েক দিন আগেই জাগো বাংলায় উত্তর সম্পদাকীয় লিখে সিপিএমের রোষের মুখে পড়তে হয়েছে প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে৷ এ দিন অজন্তার পাশে দাঁড়িয়ে সিপিএম-কে সরাসরি স্টালিনিস্ট দল হিসেবেও সমালোচনা করেছেন বসুন্ধরা৷
advertisement

তৃণমূলের মুখপত্রে লেখা নিয়ে সিপিএমের তরফে অজন্তাকে শাস্তি দেওয়ার সম্ভাবনা নিয়েই এ দিন জাগো বাংলায় উত্তর সম্পাদকীয় লিখেছেন বসুন্ধরা৷ অজন্তাকে শাস্তি দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সিপিএমের উপরে নিজের বিরক্তি স্পষ্ট করে দিয়েছেন ক্ষিতি গোস্বামীর কন্যা৷ পেশায় মনস্তত্ত্ববিদ বসুন্ধরা লিখেছেন, 'ইতিহাসের অধ্যাপিকা অজন্তা বিশ্বাস 'জাগো বাংলায়' একটি লেখা লিখেছেন৷ বিষয় বঙ্গ রাজনীতিতে নারীশক্তি৷ এই লেখাটির পর মিডিয়ায় দেখছি সিপিএমের তরফ থেকে অজন্তাকে আক্রমণ করা হচ্ছে৷ শোকজ করে ব্যবস্থা নেওয়া হবে, এসব বলা হচ্ছে৷ এইসব দেখে আমি বিস্মিত হয়ে যাচ্ছি৷'

advertisement

বসুন্ধরার মতে, ইতিহাসের অধ্যাপিকা হিসেবে অজন্তা একটি 'সুন্দর এবং তথ্যসমৃদ্ধ' লেখা লিখেছেন৷ তাঁর কথায়, 'অজন্তার লেখায় দলমত নির্বিশেষে সবার সম্পর্কে সশ্রদ্ধ উল্লেখ রয়েছে৷ বামপন্থী নেত্রীদের কথাও রয়েছে৷ আর এটা বাস্তব যে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সম্পূর্ণ হতে পারে না৷ অজন্তা এটা লিখে কোনও ভুল করেননি৷' বসুন্ধরার মতে, অজন্তার লেখায় বামপন্থীদের অংশ অটুট রেখে জাগো বাংলার সম্পাদকীয় বিভাগও উদারতার পরিচয় দিয়েছে৷ এর পরই সিপিএমকে বিঁধে বসুন্ধরা লিখেছেন, 'এ নিয়ে অজন্তাকে সিপিএমের আক্রমণ দেখে বলতে বাধ্য হচ্ছি ওরা স্টালিনিস্ট দল৷ ব্যক্তি স্বাধীনতায় ওরা বিশ্বাস করে না৷ ওকা কণ্ঠরোধ করে৷ ওরা স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে৷ তৃণমূলের মুখপত্রে যদি অধ্যাপিকা অজন্তা বামপন্থী নেত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কথা লিখে থাকেন তাহলে অন্যায় কোথায়?'

advertisement

বসুন্ধরার অভিযোগ, সিপিএম নেতৃত্বের এ হেন আচরণই বহু প্রতিভাকে বামফ্রন্টের স্রোত থেকে সরে যেতে বাধ্য করছে৷

প্রসঙ্গত, জাগো বাংলায় উত্তর সম্পাদকীয় লেখার কারণে সিপিএমের অন্দরেই অজন্তা বিশ্বাসকে শাস্তি দেওয়ার দাবি উঠেছে৷ সিপিএমের অধ্যাপক সংগঠন জুটা-র তরফে তাঁকে শোকজও করা হয়েছে৷ অজন্তাকে যে শাস্তির মুখে পড়তে হবে, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও তা স্পষ্ট করে দিয়েছেন৷

advertisement

আর সিপিএমের নেতাদের এই মনোভাবকেই কার্যত তুলোধনা করেছেন বসুন্ধরা৷ অজন্তার বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ায় সিপিএম নেতাদের আক্রমণ করে বসুন্ধরা জাগো বাংলার পাতায় লিখেছেন, 'ওরা সবেতে চক্রান্তের গন্ধ পায়৷ বদনাম দেয়৷ তারপর শাস্তির পথে যায়৷ এই খেলা মানুষ ধরে ফেলেছেন৷ প্রকৃত বাম মনোভাবাপন্ন স্বাধীনচেতা মানুষ কোনও অবস্থায় এটা মানবেন না৷ এই করতে করতে বামফ্রন্টকে সব দিক থেকে শূন্যে নামিয়েছে সিপিএম৷ তাতেও শিক্ষা হয়নি৷ '

advertisement

বিধানসভায় বামদের শূন্য হওয়ার জন্য সরাসরি সিপিএম-কেই দায়ী করেছেন অজন্তা৷ সিপিএম নেতাদের জনবিচ্ছিন্ন বলে দাবি করে তিনি লিখেছেন, বিজেপি-র বিরুদ্ধে মানুষ তৃণমূলের উপরেই আস্থা রেখেছেন৷ বসুন্ধরার কথায়, 'এটাই বাস্তব৷ আর সেই সময়ে স্টালিনীয় কায়দায় জনবিচ্ছিন্ন সিপিএম নেতারা অজন্তা বিশ্বাসের একটি নিরপেক্ষ লেখা নিয়ে অনুশাসনের নামে কূপমণ্ডুকের মতো রাজনীতি করতে ব্যস্ত৷ চিন্তাভাবনাকে জনমুখী সময়োপযোগী করার কোনও চেষ্টা সিপিএমের নেই৷'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁর বাবার বাম সরকারে দীর্ঘ সময় মন্ত্রী থাকা এবং সামনে থেকে বামফ্রন্টকে নেতৃত্ব দেওয়ার কথাও নিজের লেখায় উল্লেখ করেছেন বসুন্ধরা৷ একই সঙ্গে অবশ্য তিনি দাবি করেছেন, বাম নেতৃত্বের আপত্তিকর মানসিকতার জন্য পরবর্তী সময়ে তাঁদের অভিজ্ঞতাও ভাল হয়নি৷ অজন্তা বিশ্বাসকে নিয়ে সিপিএম নেতৃত্বের অতি সক্রিয়তার সরাসরি প্রতিবাদ করেছেন বসুন্ধরা৷ তাঁর অভিযোগ, এই ধরনের মানসিকতা এবং কাণ্ড কারখানায় বাংলায় বামপন্থী শক্তিকে শেষ করেছে সিপিএম৷ লেখার একেবারে শেষ দিকে অজন্তা জানিয়েছেন, 'এখনও সেই আত্মঘাতী প্রক্রিয় চলছে৷ সময় প্রমাণ করবে এসবে সিপিএম-এরই ক্ষতি৷ অজন্তারা কিন্তু মাথা উঁচু করেই কাজে ফিরবেন৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Basundhara Goswami supports Ajanta Biswas: 'সিপিএম স্টালিনিস্ট দল!' অজন্তার সমর্থনে জাগো বাংলায় লিখলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল