TRENDING:

বিশ্বের অষ্টম উচ্চ শৃঙ্গ ভয়ঙ্কর সুন্দর মাউন্ট মনাসলু জয়ে বসন্তর নেতৃত্বে অভিযানে শামিল ৬ পর্বতারোহী

Last Updated:

Mount Manaslu : সব ঠিকঠাক এগোলে ২৫ সেপ্টেম্বর পূথিবীর ৮ম উচ্চ শৃঙ্গে উড়বে তেরঙা ঝান্ডা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মাউন্ট মনাসলু । কিলার মনাসলু । অফুরান নৈসর্গিক দৃশ্যের খোলা ক্যানভাস । প্রকৃতির অমোঘ সৌন্দর্যের আকর্ষণে আকৃষ্ট ওঁরা । ৮১৬৩ মিটার উচ্চতার এই শৃঙ্গ জয়ে বার হচ্ছেন বসন্ত সিংহ রায়-সহ ৬ পর্বতারোহী ।  পৃথিবীর অষ্টম উচ্চ শৃঙ্গ জয়ে ৬ বাঙালির সফল প্রত্যাবর্তনের সাফল্য কামনায় প্রার্থনা হল রবিবার ৷
অভিযানে রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই ঝুঁকিও কম নয়
অভিযানে রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই ঝুঁকিও কম নয়
advertisement

শৃঙ্গ অভিযানে বাঙালিদের দাপট এখন কম নয় ৷ সত্যরূপ সিদ্ধান্ত, বসন্ত সিংহ রায় নাম এখন ট্রেকিং-প্রিয়দের মুখে মুখে । ৬ জনের দল নিয়ে অভিযানের বাজিমাত করতে টিমের নেতৃত্বে রয়েছেন প্রবীণ পর্বতারোহী বসন্ত সিংহ রায় । রবিবার তাঁর এই অভিযান-দলের হাতে তুলে দেওয়া হল জাতীয় পতাকা । ৩১ অগাস্ট যাত্রা শুরু হাওড়া থেকে। সব ঠিকঠাক এগোলে ২৫ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চ শৃঙ্গে উড়বে ত্রিবর্ণ পতাকা।  ৬ বাঙালির হাত ধরে উড়বে জাতীয় পতাকা।

advertisement

কৃষ্ণনগর মাউন্টেনার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এ বারের এই যাত্রা । একসঙ্গে ৬ জনের অভিযান কমই হয় । সে দিক থেকে একটু অন্যরকমই হবে মানসালুর যাত্রা । ৬২ বছরে বয়সে ৮০০০ মিটারের বেশি উচ্চতার অভিযানের নেতৃত্বে বসন্ত সিংহ রায় । ২০০৯ সালে ধৌলাগিরি অভিযানে ১৬ ঘণ্টা বরফে আটকে ছিলেন তিনি । অত্যাশ্চর্য রক্ষায় প্রাণ হাতে নিয়ে ঘরে ফেরেন ।  বাঙালি পর্বতারোহীদের যাত্রা আরও বেশি বেশি আশা করছেন তিনি।

advertisement

আরও পড়ুন : হাঁটতে শুরু করেছিলেন গত সপ্তাহ থেকেই, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে হেঁটে মালদহ থেকে কলকাতায় যুবক

অভিযানে রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই ঝুঁকিও কম নয় । বিশেষ করে ৮১৬৩ মিটার উচ্চতার শৃঙ্গ অভিযানকে বলা হয় যেখানে ‘মৃত্যু অভিযান’ । পৃথিবীর সবথেকে কঠিন অভিযান ধরা হয় K 2 এবং অন্নপূর্ণা শৃঙ্গ অভিযানকে । মাউন্ট এভারেস্ট উচ্চতায় সবার উপরে হলেও তার ঝুঁকি K2 থেকে কম ধরা হয় অভিযাত্রীদের হিসেবে । মাউন্ট মানসালুর উচ্চতা ৮১৬৩ মিটার ।

advertisement

আরও পড়ুন :  কঠোর অনুশাসন মেনে পাঠশালা! আজ থেকে শুরু বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, কী সেই অনুশাসন 

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এই অভিযানের কঠিন সময় ক্যাম্প ১ থেকে ক্যাম্প ৪ পর্যন্ত যাত্রা । মাউন্টেন অব স্পিরিট অভিযান পর্বতারোহী শিক্ষার্থীদের জন্য আদর্শ । বলছেন খোদ বসন্ত সিংহ রায়ই । টেকনিক্যাল দিক থেকে শক্ত না হলে এই ক্যাম্প ৪ পর্যন্ত যাওয়া মুশকিলের । ট্রেকারদের ভিড় বেশি এই অভিযানো । শৃঙ্গ অভিযান সেই তুলনায় সহজ এই অভিযানে। এভারেস্টের ক্ষেত্রে শৃঙ্গজয় সেখানে একটু কঠিন । তবে মানসালুর ক্ষেত্রে ক্যাম্প ১ থেকে ক্যাম্প ৪ তুলনায় একটু কঠিন। ২০১২ সালের হিসেব বলছে ৬০ জনের বেশি অভিযাত্রীর মৃত্যু হয়েছে মানসালু যাত্রায় । তবু শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়েই নেপালের উদ্দেশে রওনা দিচ্ছেন ৬ বাঙালি। এসবিআই-এর তরফে অরুণ কুমার রায় জানান,"অভিযাত্রীদের পাশে এ বার সাহায্যে এগিয়ে এসেছে এসবিআই ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন-সহ অনেক সংস্থাই।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিশ্বের অষ্টম উচ্চ শৃঙ্গ ভয়ঙ্কর সুন্দর মাউন্ট মনাসলু জয়ে বসন্তর নেতৃত্বে অভিযানে শামিল ৬ পর্বতারোহী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল