আরও পড়ুন: নেই বাহারি পদ, খাদ্যরসিক পার্থ সাদামাটা খাবারেই সারলেন রবিবারের মধ্যাহ্নভোজন
তিনি বলেছেন, ‘‘আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। হলফনামা জমা দিয়েছি। আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। হলফনামা জমা দিয়েছি। প্রত্যেকে মিলিয়ে দেখে নিতে পারেন। কোনও অসঙ্গতি থাকলে আমি রাজনীতি ছেড়ে দেব।’’ সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন এসসসি আন্দোলনকারীরা। সেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর তাঁরা বাইরে এসে বলেন, আমাদের সদর্থক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন, সমস্যার দ্রুত সমাধান হবে।
advertisement
আরও পড়ুন: হাজিরা এড়িয়ে কি নিজেরই বিপদ বাড়ালেন অনুব্রত মণ্ডল? দুই পথ ধরে এগোতে চাইছে সিবিআই!
তার পরে শিক্ষামন্ত্রী সন্ধেবেলায় সাংবাদিক বৈঠকে বলেন, আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব যাতে সমস্ত পদে নিয়োগ করা যায়। তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আমরা জট খেলার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আজকের বৈঠক সদর্থক। এর পরেও অবশ্য আন্দোলনকারীদের সঙ্গে একাধিক বৈঠক হতে পারে। গোটা বিষয়টি যাতে স্বচ্ছ থাকে, সে দিকে নজর রাখবে।
অভিজিৎ চন্দ