কল্পনা নয় এমনটাই এখন বাস্তব।কারণ ব্যারাকপুরকে এবার কর্পোরেশন করার পরিকল্পনা নিল রাজ্য। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষেই নতুন কর্পোরেশন তৈরি হবে রাজ্যে।উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক এই মর্মে একটি পরিকল্পনা জমা করেন রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরে। রিপোর্ট এসেছে নবান্নে। আটটি পুরসভা নিয়ে হবে এই পুর নিগম। এই পুরনিগমে থাকছে হালিশহর , ভাট পাড়া , টিটাগড় , গারুলিয়া, ব্যারাকপুর , উত্তর ব্যারাকপুর, নৈহাটি , হালিশহর , কাঁচড়াপাড়া এই সমস্ত পুরসভা।
advertisement
এই পুরসভাগুলির মধ্যে বেশ কটি পুরসভা এমন আছে যেগুলি বিজেপি র গড় হিসেবে পরিচিত। বেশ ক'টি পুরসভায় বিজেপি শীর্ষ নেতারা রয়েছেন। আঞ্চলিক স্তরে ভোট হলে যাদের প্রভাব অটুট থাকবে। ছোট পুরসভা জিতলেও নম্বর বাড়বে রাজ্য বিজেপির। প্রচারে আসবে বিজেপির পুরসভা দখলের খবর ।প্রভাব পড়বে জেলা রাজনীতিতে। অন্য দিকে বড় কর্পোরেশন দখল করা টা আপাত ভাবে দুরূহ বিষয় ।সে ক্ষেত্রে কোনও এক দিকে কোন দল ভালো ফল করলেও সামগ্রিক ভাবে ক্ষমতা দখল করা শক্ত হবে।
তাই আটখানা পৌরসভা নিয়ে নিগম গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিক ভাবে সুদূরপ্রসারী মানছে রাজনৈতিক মহল। ব্যারাকপুর পুর নিগমের ফাইল আপাতত নবান্নে অর্থ দপ্তরের অনুমতি পেলে মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছবে। সেখানে ছাড় পত্র পাওয়ার পর ক্যাবিনেট এ অনুমোদনের জন্য আসবে এই ফাইল।এর পর রাজ্যপালের স্বাক্ষরের পর আইনি ভাবে রূপ নেবে নবগঠিত এই পুরনিগম।