TRENDING:

Junior Doctors: সাসপেনশন খারিজ বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের! ‘ব‍্যবস্থা নেওয়া হোক’, মুখ‍্য সচিবকে চিঠি

Last Updated:

Junior Doctors: বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের হাইকোর্টের সাসপেনশন খারিজ হওয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের হাইকোর্টের সাসপেনশন খারিজ হওয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। পাশাপাশি দিনহাটা মিউনিসিপালিটির ভাইস চেয়ারম‍্যানের আচরণ নিয়ে অবিলম্বে ব‍্যবস্থা নেওয়ার জন‍্য স্বাস্থ‍্য সচিবকে আবেদন জানিয়ে চিঠি লিখেছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস।
আরজি করের পর এবার বর্ধমান মেডিক্যাল, সাসপেনশন খারিজ সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের!
আরজি করের পর এবার বর্ধমান মেডিক্যাল, সাসপেনশন খারিজ সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের!
advertisement

প্রসঙ্গত, সাসপেনশন খারিজ হয়ে গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের। গত শুনানিতে বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে কোনও আইনজীবী উপস্থিত ছিল না। আগামী ১১ তারিখের শুনানিতে আইনজীবীর উপস্থিতি সুনিশ্চিত করার বিষয় আবেদন জানান হয়।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস আগুনে পোড়ে না, জলেও ডোবে না? আপনিও দেখেছেন! বাড়িতেই আছে…

advertisement

সেইসঙ্গে, দিনহাটা মিউনিসিপালিটি ভাইস চেয়ারম্যানের আচরণ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস এর। চিঠিতে জানান হয়েছে, যে ঘটনা প্রকাশ্য এসেছে তা অত্যন্ত নিন্দনীয়।

আরও পড়ুন: সকলেরই হয়, তাও ৯৯% লোকজনই জানে না কারণ! ভয় পেলে, ঠাণ্ডা লাগলেই খাড়া লোমকূপ, গায়ে কেন শীতকাঁটা ফোটে জানেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

জনপ্রতিনিধির অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত। রাজ্যের বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে সেই দায়িত্ব পালন না করে বরং দায়িত্বজ্ঞানহীন আচরণ করে মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctors: সাসপেনশন খারিজ বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের! ‘ব‍্যবস্থা নেওয়া হোক’, মুখ‍্য সচিবকে চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল