আরও পড়ুন- বাতকর্ম ভেবে পাঠাচ্ছেন এই ইমোজি? শিস ভেবে পাঠাচ্ছেন চুমু! দেখে দিন এই ইমোজিগুলির আসল অর্থ
পুলিশ জানিয়েছে, পূজা তাঁরই এক বান্ধবীর সঙ্গে বাঁশদ্রোণীর ফ্ল্যাটে থাকতেন। শনিবার রাতেও পূজা ও তাঁর বান্ধবী ফ্ল্যাটেই ছিলেন। পুলিশ জানিয়েছে, পূজার বান্ধবীর বক্তব্য অনুযায়ী, রাতেই পূজার ফোনে তাঁর বয়ফ্রেন্ডের ফোন এলে উঠে ঘরে চলে যান তিনি। পুলিশ জানিয়েছে, বান্ধবীর প্রাথমিক বক্তব্য অনুযায়ী গত রাতে ফোনে পূজাকে চিৎকার করতে শুনেছিলেন তিনি। পরে পূজা নিজের ঘরের দরজা বন্ধ করে দেন।
advertisement
সকালে ঘুম থেকে ওঠার পর পূজার বান্ধবী তাঁকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পাওয়ায় ঘরের জানালা দিয়ে দেখতে গিয়ে পূজাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। বান্ধবীই বাঁশদ্রোণী থানায় ফোন করে বিষয়টি জানান।
আরও পড়ুন- যত অনলাইন ডেলিভারি তত কার্বন ডাই অক্সাইড! পণ্যবাহী গাড়ির দূষণে তৃতীয় কলকাতা!
বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পূজার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই তরুণী। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই অনেক কিছু স্পষ্ট হবে। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এমনকি দেহে কোন চোট বা দাগও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কয়েক মাসেই এই একই ভাবে আত্মহত্যা করেন টেলি অভিনেত্রী পল্লবী দে। এই মুহূর্তে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী জেলে। পল্লবী মৃত্যুর পর আত্মঘাতী হন বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী। পূজার মৃত্যুর পিছনে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে তা উদ্ধারের চেষ্টাই করছে পুলিশ।