TRENDING:

Malda bank robbery: ভরদুপুরে মালদহে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি! লুঠ ৪ লক্ষ, ক্যাশিয়ারকে গুলি

Last Updated:

ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ গত ডিসেম্বর মাসেও মালদহের গাজোলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহের গাজোলে সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি৷ অন্তত চার লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে খবর৷ ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার৷ অন্তত সাত থেকে আটজনের সশস্ত্র ডাকাত দল লুঠপাট চালায় বলে খবর৷ ডাকাতি করে পালানোর সময় দুষ্কৃতীরা বোমাবাজিও করে বলে অভিযোগ৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী৷
মালদহের গাজোলের সমবায় ব্যাঙ্কে ঢুকছে ডাকাত দল, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি৷
মালদহের গাজোলের সমবায় ব্যাঙ্কে ঢুকছে ডাকাত দল, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি৷
advertisement

জানা গিয়েছে, এ দিন বেলা দুো নাগাদ মালদহের গাজোলের কৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কে হানা দেয় সাত থেকে আট জন দুষ্কৃতী৷ একটি গাড়িতে করে ব্যাঙ্কের সামনে হাজির হয় তারা৷ এর পর সশস্ত্র অবস্থায় দু জনকে পাহারায় রেখে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে বাকিরা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র এবং ব্যাগ নিয়ে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করছে দুষ্কৃতীরা৷ প্রত্যেকেরই মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা, চোখে ছিল কালো রংয়ের চশমা৷

advertisement

ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, ভিতরে ঢুকেই ব্যাঙ্কে থাকা সব টাকা বের করে দিতে বলে৷ কর্মীদের প্রত্যেকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়৷ এর পর দুষ্কৃতীরা ক্যাশ কাউন্টারে গিয়ে লুঠপাট চালাতে শুরু করে৷ ভল্টের চাবিও চায় ডাকাতরা৷ কিন্তু চাবি দিতে অস্বীকার করেন ব্যাঙ্কের ক্যাশিয়ার ক্ষীরোদ মণ্ডল৷ অভিযোগ, তখনই ওই ক্যাশিয়ারকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা৷ গুলি লাগে ওই ব্যাঙ্ক কর্মীর পেটে৷

advertisement

আরও পড়ুন: অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ঘোষণা, মমতার মন্তব্যে কী প্রতিক্রিয়া ঢাকার?

দুষ্কৃতীরা ব্যাঙ্কের সিন্দুক খোলার সময়ই অ্যালার্ম বেজে ওঠে৷ এর পরেই ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে যায় দুষ্কৃতীরা৷ অভিযোগ, ডাকাতি করে পালানোর সময় পথ বাধামুক্ত করে পর পর কয়েকটি বোমাও ছোড়ে তারা ৷

ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ আহত ব্যাঙ্ককর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পলাতক দুষ্কৃতীদের খোঁজে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ৷ আশেপাশের থানাগুলি এবং সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

গত ডিসেম্বর মাসেও মালদহের গাজোলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে৷ সম্প্রতি ডাকাতির মতো ঘটনা রুখতে জেলা পুলিশ এবং কমিশনারেটগুলিকে সতর্ক করেছিল রাজ্য প্রশাসন৷ তার পরেও মালদহে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Malda bank robbery: ভরদুপুরে মালদহে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি! লুঠ ৪ লক্ষ, ক্যাশিয়ারকে গুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল