পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার গত বছর ২৭ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন, ২০২৩ পর্যন্ত ভ্যালিডিটি থাকা তাঁর একটি ক্রেডিট কার্ড রয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর শেষবার কার্ডের বাকি টাকা চেক করে দেখেন ১৬৯৫৮ টাকা দিতে হবে। এর কিছুদিনের মধ্যেই তাঁর কাছে ওই ব্যাংকের ক্রেডিট কার্ড দফতর থেকে বার বার ফোন আসে এবং তাঁকে বলা হয় তাঁর ক্রেডিট কার্ডে রিওয়ার্ড দেওয়া হয়েছে, যার জন্যে তাঁর থেকে নাম, ফোন নম্বর, জন্মের তারিখ, ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: বড় বিপদে অনুব্রত মণ্ডল, অনেক চেষ্টাতেও হল না শেষরক্ষা!
এর কিছুদিন পর ২৬ সেপ্টেম্বর অভিযোগকারিণীর কাছে ক্রেডিট কার্ডের বিল আসে ১ লক্ষ ৭২ হাজার ৮৮৪ টাকা। ব্যাংকে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, নয়ডা এবং গুরগাঁও থেকে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: 'অখিলেশের হারে দায় মমতার!' কীভাবে? 'দোকান বন্ধের' ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ
ঘটনার তদন্ত শুরু করে দিল্লিতে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে এই ঘটনার অন্যতম মূল চক্রি জ্ঞানদ্বীপ দিক্ষিতকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে অপরাধে ব্যবহার করা ফোন এবং ব্যাংক ডিটেলস উদ্ধার করেছে পুলিশ। তাকে দিল্লি থেকে ৫ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করিয়ে কলকাতা নিয়ে আসা হয়েছে। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কাদের যোগ রয়েছে ,সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।