কলকাতা: বাংলাদেশি ভোটার নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগ নির্বাচন কমিশনে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। মে মাস থেকে এখনও পর্যন্ত ফরেনারস রেজিস্ট্রেশন অফিস (এফআরও) থেকে ২০০টিরও বেশি অভিযোগ এসেছে বাংলাদেশি ভোটারদের নাম নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরে।
advertisement
প্রতিদিন গড়ে তিন থেকে চারটি করে চিঠি পাঠাচ্ছে ফরেনাস রেজিস্ট্রেশন অফিস বাংলাদেশি ভোটারদের নাম সহ। বাংলাদেশি ভোটারদের নাম দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট ভারতীয় ভোটার কার্ড সহ গুচ্ছ নথি।
আরও পড়ুন: ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে…ধ*র্ষণের অভিযোগ! কসবার পর এবার IIM জোকা, আটক দ্বিতীয় বর্ষের ছাত্র
বেশিরভাগই নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত জেলা ও কলকাতার ঠিকানা রয়েছে এই ভোটার পরিচয় পত্রে। সরেজমিনে তদন্ত করতে সংশ্লিষ্ট জেলার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে।
সব ক্ষেত্রেই বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ পাওয়া যাচ্ছে। সেইসব নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করল মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ৷ তা নিয়ে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন বিরোধীরা৷ আপাতত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট৷ সামনে বছর অর্থাৎ, ছাব্বিশেই বাংলায় বিধানসভা নির্বাচন৷