কলকাতা: বাংলাদেশের পুজো উপহার। পুজোর আগেই বাংলাদেশের রূপোলি ইলিশ আসবে এপার বাংলায়। ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানিতে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার। প্রতি কেজি ইলিশের দর দিতে হবে সাড়ে ১১ মার্কিন ডলার।
advertisement
১১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুজোর আগেই এই ইলিশ কলকাতা সহ এ দেশে আসবে বলে সূত্রের খবর। কেজি প্রতি ইলিশের দর বেশি হওয়ায় চিন্তিত এদেশের মৎস্য ব্যবসায়ীরা। গত বছর ১০ মার্কিন ডলারে কেজি প্রতি ইলিশ রফতানি করেছে বাংলাদেশ।
ভারতে ইলিশ রফতানিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। ১১ সেপ্টেম্বর থেকে আবেদন জমা করার নির্দেশ। ১২.৫ মার্কিন ডলার কেজি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে। তবে কবে থেকে ইলিশ পাঠানো হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, পুজোর আগেই বাজারে মিলবে পদ্মার ইলিশ।
এ বছর গুজরাত থেকে আসা ইলিশ মাছে এখন ছেয়ে গেছে পশ্চিমবঙ্গের বাজার। গত মাস দেড়েকে প্রায় চার হাজার টন ওই ইলিশ এসেছে পশ্চিমবঙ্গে। তবে গুজরাতের ওই ইলিশের স্বাদ ভাল নয় বলে মন্তব্য করছেন ইলিশ ব্যবসায়ী থেকে শুরু করে ইলিশ-প্রেমী সকলেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইলিশ আসার খবরে বেজায় খুশি বাঙালিরা।