TRENDING:

আজ একসঙ্গে বেল বাজিয়ে টেস্ট উদ্বোধন করবেন মমতা-হাসিনা, হবে গুরুত্বপূর্ণ বৈঠকও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ থেকে কলকাতায় ঐতিহাসিক দিনরাতের টেস্ট ম্যাচ। মাঠে বসে খেলা দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দু’জনের মধ্যে হবে বৈঠক।
advertisement

আজ শহরটা গোলাপি। গোলাপি বলে ভারতে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ, কলকাতায়। মুখোমুখি ভারত-বাংলাদেশ। গ্যালারিতে বসে এই গোলাপি যুদ্ধ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে এবং বিসিসিআইয়ের আমন্ত্রণে, শুক্রবার সন্ধেয় ইডেনে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দু’জনে একান্তে বৈঠকও করবেন।

বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তার পানি। তিস্তা জলবণ্টন চুক্তি এখনও না হওয়ার জেরে বারবার হাসিনা সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

advertisement

২০১১ সালে ঢাকা সফরে গিয়ে তিস্তা জলবণ্টন ও স্থলসীমান্ত চুক্তি করার প্রতিশ্রুতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদিও ঢাকা সফরে গিয়ে চুক্তি রূপায়নের বার্তা দেন ৷ সেই মতো স্থলসীমান্ত চুক্তি হয় ৷ কিন্তু, মূলত পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতেই তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে এগোতে পারেনি দিল্লি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিস্তায় পর্যাপ্ত জলের অভাবে এরাজ্যের উত্তরবঙ্গের কৃষিজীবীরা এমনিতেই সমস্যায়। বাংলাদেশকে জল দেওয়ার আগে সমীক্ষা করে কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ এই প্রেক্ষাপটে, আজ, শুক্রবার, আলিপুরের একটি হোটেলে হবে মমতা-হাসিনা বৈঠক। যা একেবারেই ঘরোয়া এবং সৌজন্যমূলক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ একসঙ্গে বেল বাজিয়ে টেস্ট উদ্বোধন করবেন মমতা-হাসিনা, হবে গুরুত্বপূর্ণ বৈঠকও