উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন এই প্রকল্প আনা হয়েছে মূলত রাজ্যের ছাত্রীদের জন্য। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে শিক্ষাশ্রী। রাজ্যের আর্থিক এবং সামাজিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে, এই প্রকল্প এখনও সেভাবে পরিচিতি লাভ করেনি।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ঘোষণা হতেই নন্দীগ্রামে এ কী কাণ্ড! বিস্ফোরক অভিযোগ বিজেপির
কিন্তু কারা কারা এই সুবিধা পাবেন, সেটা জানা অবশ্যই জরুরি। আসুন জেনে নেওয়া যাক, কাদের জন্য এই সুবিধা বরাদ্দ হয়েছে। প্রথমত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের পড়ুয়া হলে সে এই সুবিধা পাবে। দ্বিতীয়ত, রাজ্যের যে কোনও স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীরা। তৃতীয়ত, তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। চতুর্থত, পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। পঞ্চমত, আবেদন করা পড়ুয়ার জাতিগত শংসাপত্র থাকা বাধ্যতামূলক। ষষ্ঠত, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট জমা দিতে হবে। সপ্তমত, আবেদনকারী পড়ুয়ার কোর ব্যাঙ্কিং সুবিধাযুক্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল
তবে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে http://www.anagrasarkalyan.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও অফলাইনে আবেদন করার জন্য স্কুল থেকে ফর্ম সংগ্রহ করেও আবেদন করা যাবে। সেই ফর্ম ফিলাপ করে আবার স্কুলেই জমা দিতে হবে। এই প্রকল্পের মধ্য দিয়ে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রীদের যারা পঞ্চম শ্রেণীর তারা পাবেন ৫০০ টাকা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা পাবেন ৬৫০ টাকা, সপ্তম শ্রেণীর ছাত্রীরা পাবেন ৭০০ টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্রীদের দেওয়া হয় ৮০০ টাকা।