আরও পড়ুনঃ কেন অমিতাভকে বেছে নিয়েছিলেন জয়া ? ‘দাম্পত্যের রসায়ন’ নিয়ে চমকে দেবে জয়ার বক্তব্য
সূত্রের খবর, বহুদিন বন্ধ থাকার পর রাজ্য সরকার আবারও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে । জেলা প্রশাসনকে এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, ডিসেম্বর থেকে আবাস যোজনার অর্থ দেওয়া শুরু হবে বলেও জানানো হয়েছে ৷ এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য ইতিমধ্যেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে । এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে ।
advertisement
পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলাদা করে আলোচনা করা হয় বলে নবান্ন সূত্রে খবর । রাজ্যে ফিরে এসে যাঁরা শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের দ্রুত কর্মশ্রী প্রকল্পের আওতায় এনে কাজের সুযোগ করে দিতে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । এই নির্দেশের ফলে কর্মসংস্থানের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে ।
দুর্গাপুজোর আর মাত্র বাকি 8 দিন ৷ পুজো উপলক্ষে রাজ্যজুড়ে সাজসাজ রব ৷ এই আবহে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও ঋণপ্রদানের ব্যবস্থা, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে উদ্বোধন ও কার্নিভালের সুষ্ঠু আয়োজন এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিয়েও এদিনের বৈঠকে গুরুত্ব দেন মুখ্যসচিব । বিশেষত, পুজোর মরশুমে জল জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে না-বাড়ে, সে বিষয়েও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷
প্রশাসনিক মহলের একাংশের দাবি, দুর্গাপুজোর আগে বাঙালির সব চেয়ে বড় উৎসবের মরশুমে সরকারি পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে নতুন দিশা দেখাবে মুখ্যসচিবের এই বৈঠক ৷ পথশ্রী ও আবাস যোজনার মতো প্রকল্প ফের শুরু হলে গ্রামীণ পরিকাঠামো ও সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়বে বলে আশা করছে নবান্ন ।
