TRENDING:

Kolkata | Bowbazar : বউবাজারে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হতে পারে আগামী বছরের শুরুতেই 

Last Updated:

Two Years of Kolkata's Bowbazar Building Collapse: আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ধীর গতিতে কাজ এগোতে চায় কেএমআরসিএল (KMRCL)। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: অপেক্ষা করতে হবে আরও দু'বছর। তারপরেই বউবাজারের বাসিন্দারা ফেরত আসবেন দূর্গা পিতুরী লেন-সহ পাশ্ববর্তী জায়গায়। বউবাজার (Bowbazar) ফিরে পাবে এখানকার বাসিন্দাদের। বাসিন্দারাও ফেরত যাবেন তাদের পুরানো পাড়ায়। তবে দুঃখ একটাই, সেই চেনা বাড়ি, চেনা অলিন্দ, চেনা পাড়ার বদল দেখবেন শীল, বড়াল'রা।
advertisement

আরও পড়ুন- রাশিফল ২ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

২০১৯ সালের ৩১ অগাস্ট মধ্য রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বউবাজারের একাধিক বাড়ি। সব হারানোর যন্ত্রণা নিয়ে আজও বসে আছেন শীল-বড়াল'রা। এই কাজের দায়িত্বে আছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা ৷ সংস্থার জেনারেল ম্যানেজার (প্রজেক্ট) এন সি কারমালি জানিয়েছেন, "বউবাজারে কাজ করতে গেলে অনেক সাবধানী হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। কারণ এখনও মাটির নীচে অনেক জলস্তর আছে। যেখান থেকে ক্রমাগত জল বেরোচ্ছে। আমরা গ্রাউটিং করে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করছি। আমরা চাই না দ্রুত বা হুড়োহুড়ি করে কাজ করতে গিয়ে কোনও বিপদ আবার নতুন করে তৈরি হোক।"

advertisement

আরও পড়ুন-উত্তরবঙ্গে বৈঠক, অন্ধকারে খোদ শুভেন্দু-দিলীপ? মহানাটক এবার দলের অন্দরেই...

সেরা ভিডিও

আরও দেখুন
চারদিক জলে ঘেরা মন্দির, বিনাখরচে হরিণ দর্শন! ডিসেম্বরের ছুটিতে ঘুরে আসুন নদিয়ার সারস্বত মঠ
আরও দেখুন

ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। টানেল বোরিং মেশিন চান্ডি'কে তুলে আনার কাজ চলছে। তবে এখানে চান্ডিকে তুলে আনার পাশাপাশি, অপর টানেল বোরিং মেশিন 'উর্বি'র কিছু অংশও তুলে আনা হবে। ফলে এই দুটি কাজ করতে গিয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগোচ্ছে নির্মীয়মাণ সংস্থা ও কে এম আর সি এল। আপাতত স্থির হয়েছে মোট ৪৬টি বাড়ি তাদের নজরে ৷ এর মধ্যে ২৩টি বাড়ি পুরো নতুন করে তৈরি করতে হবে। বাকি ২৩ বাড়ি সংষ্কার করা হবে। আর এই কাজ শুরু হবে আগামী ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস থেকে। ফলে আগামী ১ থেকে ২ বছর সময় লাগবে বউবাজারের ছাদ হারানো বাসিন্দাদের ঘরে ফিরতে। কেএমআরসিএলে'র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এ কে নন্দী জানিয়েছেন, "আমরা ক্রমাগত যোগাযোগ রেখে চলেছি সব পরিবারগুলোর সঙ্গে। তাদের আমরা নকশা দেখিয়েছি ৷ সকলের সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেব। সবার পাশেই আমরা আছি।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata | Bowbazar : বউবাজারে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হতে পারে আগামী বছরের শুরুতেই 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল