তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই তিনজন আধিকারিক সকাল ১০ টার মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন। তদন্তকারীদের কাছে নথি জমাও পড়েছে বলে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: জেরায় হাউহাউ করে কেঁদে ফেললেন অনুব্রত কন্যা! ইডি-কে যা বললেন, তোলপাড় বাংলা
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল, বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে সিবিআই। এই তিনজনের বিরুদ্ধেই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ধৃতদের বিপুল সম্পত্তির হদিশও পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে সিবিআই অভিযোগও করেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল হুগলির অয়ন শীলের। এই দুজনের মধ্যে ব্রিজের মতো কাজ করতেন কুন্তল ঘোষ।
advertisement
আরও পড়ুন: তৃণমূল সাংসদের বিরাট দুর্নীতি? মামলা বিজেপি নেতার, আদালত দিল বড় নির্দেশ!
অয়ন, কুন্তল, শান্তনু তিনজনকেই হুগলি জেলা থেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাই গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, হুগলি জেলার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে তদন্তে। জেলা পর্ষদ আধিকারিকদের ডেকে ২০১৪-র নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখে দুর্নীতির শিকড়ে যেতে চাইছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এদিনই তেহট্টের বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই প্রবীর কয়াল নিজাম প্যালেসে পৌঁছেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহার ভূমিকা খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।