পুলিশ সূত্রে খবর, বরানগরে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। অভিযোগের তীর ছেলের দিকে। বুধবার ভরসন্ধ্যায় বরানগর ৩৭ শরৎচন্দ্র ধর এলাকায় বিকট শব্দ শোনা যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী শিবলাল যাদব (৮০)।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার উপর অত্যাচার করত ছেলে রামেশ্বর যাদব। গত পরশু রাতে ছেলে চড়াও হয়েছিল বাবার উপর এমনটাও অভিযোগ করেছিলেন প্রতিবেশীদের কাছে।
আরও পড়ুন: ওয়েটিং লিস্টে থাকা কত নম্বর পর্যন্ত টিকিট ‘কনফার্ম’ হয় জানেন? রয়েছে ‘নিয়ম’, জানলে অবাক হয়ে যাবেন!
বুধবার সন্ধ্যা ৭টায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় ব্যবসায়ীর। বাবার মৃত্যুর পিছনে ছেলেকে দায়ী করেছেন প্রতিবেশীরা। স্থানীয়দের তৎপরতায় বরানগর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।
সুবীর দে