সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে আধিকারিকদের কাছে খবর আসছিল এক ব্যক্তি বাইকে করে রাজারহাট নিউ টাউন সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কচ্ছপ বিক্রি করছে। সেই খবরের সূত্র ধরেই তারা ক্রেতা সেজে তার কাছে যোগাযোগ করে। গতকাল নিউ টাউন এলাকায় সেই ব্যক্তি কচ্ছপ নিয়ে এলে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডল জেলে, তবু বীরভূমে ঘটে গেল অবাক করা ঘটনা! খোঁজ চালাচ্ছে পুলিশ
advertisement
তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি প্রায় ১১ কেজি ওজনের কচ্ছপ। এরপরেই অভিযুক্ত ওই কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে কোর্টে তোলা হবে। ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকদের অনুমান এর পিছনে একটি বড় চক্র কাজ করছে।
আরও পড়ুন: বাংলার বাইরে এবার ভিনরাজ্যে শুভেন্দু অধিকারী, চমকে দিলেন বিরোধী দলনেতা
কচ্ছপ গুলি কোথা থেকে নিয়ে আসা হয় এবং কোথায় মজুদ করে রাখা হয় এবং এর পেছনে আর কে কে জড়িত আছে, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, আজ তাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়ে খোঁজখবর নেবে।