TRENDING:

Bangla News | Kolkata Police: পুলিশ চাইলে সব পারে, বাস থেকে পালানো মোবাইল চোরকে এভাবে ধরে নজির ট্রাফিক গার্ডের!

Last Updated:

এক্সাইড মোড়ে সকাল এগারোটা নাগাদ ডিউটিতে ছিলেন সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট অমল প্রসাদ (Bangla News | Kolkata Police)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার সকালের ঘটনা। এক্সাইড মোড়ে সকাল এগারোটা নাগাদ ডিউটিতে ছিলেন সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট অমল প্রসাদ (Bangla News | Kolkata Police)। ব্যস্ত রাস্তায় ব্যস্ত ট্রাফিক সার্জেন্টের নজর সিগনাল ও গাড়ি চলাচলের দিকে। তখন আচমকাই পাশ দিয়ে যাওয়া একটি বাসের ভেতর থেকে মহিলাকন্ঠের চিৎকার শুনতে পান ওই কর্তব্যরত সার্জেন্ট। তিনি দেখেন, চলন্ত বাস থেকে নেমে পালাচ্ছে এক ব্যক্তি (Bangla News | Kolkata Police)। বাস থেকে চেঁচিয়ে কয়েকজন মহিলা জানান, মোবাইল ছিনিয়ে নিয়ে পালাচ্ছে সে। পুলিশ কর্মীর বুঝতে একটুও অসুবিধা হয়নি যে ওই ব্যক্তি চোর (Bangla News | Kolkata Police)।
মোবাইল ফিরে পেলেন তরুণী।
মোবাইল ফিরে পেলেন তরুণী।
advertisement

সময় নষ্ট না করে ছিনতাইকারীর পিছু নেন ট্রাফিক সার্জেন্ট অমল। পরিস্থিতি বেগতিক বুঝে গতি বাড়িয়ে ছিনতাইকারী লর্ড সিনহা রোডের দিকে দৌড়তে শুরু করে। আচার্য জগদীশচন্দ্র বোস ও লর্ড সিনহা রোড ক্রসিংয়ে ডিউটিতে ছিলেন সাউথ ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার মৃণাল হরিজন। অমল ওয়াকিটকিতে সিভিক ভলেন্টিয়ার মৃণালকে জানান, মোবাইল ছিনতাই করে লর্ড সিনহা রোডের দিকে পালাচ্ছে এক ব্যক্তি, এবং তাকে দ্রুত ধরার নির্দেশ দেন। কয়েক মুহূর্ত পরেই মৃণাল দৌড়ে ধরে ফেলেন ছিনতাইকারীকে। তাকে তুলে দেওয়া হয় শেক্সপিয়ার সরণি থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর বাহার আলি খানের হাতে।

advertisement

আরও পড়ুন: 'অত্যাচারী পুলিশ অফিসারের পদত্যাগ চাই', ফের মারধরে অভিযুক্ত খোদ পুলিশ!

আরও পড়ুন: লজ্জার কলকাতা, চোর সন্দেহে যুবকের বুকে পা সিভিক ভলান্টিয়ারের! গোটা দেশে ঘুরছে এই দৃশ্য

মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হয়েছে তার মালিকের কাছে। যিনি অভিভূত হয়ে ধন্যবাদ জানিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশকে। সাম্প্রতিককালে কলকাতা ট্রাফিক পুলিশের সাউথ ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ারের কর্মকাণ্ডে কার্ডত মুখ পুড়েছিল পুলিশের। সেই বিষয় নিয়ে মুখ খুলতে হয়েছিল সয়ং পুলিশ কমিশনারকে। ওই ঘটনার পরে সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বরখাস্ত করার পাশাপাশি লালবাজারে ডাক পড়ে ট্রাফিক পুলিশের সাউথ গার্ডের ওসির। পুলিশ কমিশনার পুরো বিষয়টির তদন্তেরও নির্দেশ দেন। সিভিক ভলেন্টিয়ারের সেই ভাইরাল ভিডিও নিয়ে হাজার সমালোচনার সম্মুখীন হয় কলকাতা পুলিশ। ঘটনার পরে সিভিক ভলেন্টিয়ারদের সচেতনতার সঙ্গে কাজ করতেও বলা হয়। এবার ফের আরও এক সিভিক ভলেন্টিয়ারের কাজে অনেকটাই আশ্বস্ত হচ্ছেন শহরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুশোভন ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News | Kolkata Police: পুলিশ চাইলে সব পারে, বাস থেকে পালানো মোবাইল চোরকে এভাবে ধরে নজির ট্রাফিক গার্ডের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল