TRENDING:

Bangla news: প্রথমে কিডনি, তার পরে লিভার প্রতিস্থাপন! অস্ত্রোপচারের পরে কলকাতার কিশোর কেমন আছে

Last Updated:

Bangla news: সাত বছর আগে কিডনি প্রতিস্থাপন হয়েছিল কলকাতার কিশোরের। এবার লিভার প্রতিস্থাপন (Liver transplant) হল সায়ক চট্টোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাত বছর আগে কিডনি প্রতিস্থাপন হয়েছিল কলকাতার কিশোরের। এবার চেন্নাইয়ের হাসপাতালে লিভার প্রতিস্থাপন হল সায়ক চট্টোপাধ্যায়ের। চেন্নাইয়ের রেলা হাসপাতালে ১৪ বছর বয়সি কিশোরের অস্ত্রোপচার হল বুধবার। সাত বছর আগে কিডনির অসুখ ধরা পড়ে সায়কের। তখন তার বয়স মাত্র পাঁচ।
প্রথমে কিডনি, তার পরে লিভার প্রতিস্থাপন! অস্ত্রোপচারের পরে কলকাতার কিশোর কেমন আছে
প্রথমে কিডনি, তার পরে লিভার প্রতিস্থাপন! অস্ত্রোপচারের পরে কলকাতার কিশোর কেমন আছে
advertisement

সেই সময়ে কিডনি প্রতিস্থাপন করতে হয় তার। মাত্র পাঁচ বছর বয়সেই উচ্চ রক্তচাপ ধরা পড়ে সায়কের। সেই চিকিৎসা চলতে চলতে সমস্যা দেখা যায় কিডনি। প্রতিস্থাপনের নির্দেশ দেন চিকিৎসকরা। অনবরত সন্তানের অসুস্থতা ও কিডনি প্রতিস্থাপনের জন্য বেশ আর্থিক সঙ্কটেই পড়েছিলেন সায়কের বাবা মা। তখন তাঁরা বর্ধমানে তাঁদের পাঁচ বিঘা জমি বিক্রি করে কলকাতায় চলে আসেন ছেলের চিকিৎসার জন্য।

advertisement

কলকাতায় সিকিউরিটি গার্ডের একটি চাকরি পান সায়কের বাবা। একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে বাবা-মা ও ছেলে। ছেলের কিডনি প্রতিস্থাপন হয়ে গেলেও চিন্তামুক্ত হননি সায়কের বাবা ও মা। কারণ ২০১৬ সালেই চিকিৎসকরা জানান, আবার সায়কের কিডনি বিকল হয়ে পড়তে পারে। অথবা আরও বড় কোনও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একজন চিকিৎসক সায়কের বাবা মাকে পরামর্শ দেন, চেন্নাইয়ের রেলা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ নরেশ শনমুগমের কাছে ছেলেকে নিয়ে যাওয়ার।

advertisement

ডক্টর নরেশ এবং প্রফেসর মহম্মদ রেলা পরীক্ষার মাধ্যমে দেখেন, সায়ক সিরোসিস-এ ভুগছে। তার সঙ্গে রয়েছে হাইপারটেনশন- পেটের শিরায় উচ্চ রক্তচাপ। দুজন চিকিৎসকই লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন সায়কের বাবা ও মাকে। তাঁরা চিকিৎসকদের পরামর্শে রাজিও হন। লিভার দান করবেন কে, তার খোঁজ নিতে শুরু করেন তাঁরা। অবশেষে ৬ মাস পর লিভারের খোঁজ পায় হাসপাতাল।

advertisement

আরও পড়ুন- তাঁর তুলিতে প্রাচ্য-প্রাশ্চাত্যের যুগলবন্দী, কুমারটুলির এই 'ম্যাজিশিয়ানের' স্টুডিও আজ হেরিটেজ.

ডক্টর রেলা বলছেন, "আমাদের ৬ মাস অপেক্ষা করতে হয় অঙ্গের খোঁজ পেতে। অস্ত্রোপচারের পরেই সায়কের অবস্থা বেশ সংকটজনক ছিল। কিন্তু ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে।" ডক্টর নরেশ জানিয়েছেন, অস্ত্রোপচারের ১১ দিন পরেই ছেড়ে হাসপাতাল থেকে দেওয়া হয় সায়ককে। এখন সেই কিশোর ভালো আছে।

advertisement

সায়কের বাবা ও মা সংবাদমাধ্যমকে বলছেন, "অসুস্থতার জন্য স্কুলে যেতে পারছে না আমাদের ছেল। রেলা হাসপাতালের চিকিৎসকরা আমাদের আশা দিয়েছেন যে আমাদের ছেলে এখন ভালো আছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে অন্য বাচ্চাদের মতো।"

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

আরও পড়ুন- রাজ্যজুড়ে জ্বরের আতঙ্কের মধ্যে ডেঙ্গুর থাবা কলকাতায়? যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য বরানগরে...

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla news: প্রথমে কিডনি, তার পরে লিভার প্রতিস্থাপন! অস্ত্রোপচারের পরে কলকাতার কিশোর কেমন আছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল