পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক সম্প্রতি একটি রিহ্যাব সেন্টার থেকে বাড়ি ফিরেছিলেন। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নেশার সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসা করানো হচ্ছিল এবং মাসখানেক রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল।
মঙ্গলবার আচমকাই ওই যুবক সাততলা থেকে ঝাঁপ দেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দেহ ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
