আরও পড়ুনঃ আপনার AC-র রিমোটেই আছে এই ‘সুইচ’, এসি চালিয়ে এই বোতামটি টিপুন, অর্ধেক হবে ইলেকট্রিক বিল!
মিজোরামের এজি হলেও বিশ্বজিৎ দেব কলকাতার বাসিন্দা। এন্টালি থানা এলাকায় তাঁর বাড়ি। হেয়ার স্ট্রিট থানা এলাকার কিরণশঙ্কর রায় রোডে রয়েছে তাঁর অফিস ও চেম্বার। এছাড়াও গুয়াহাটি ও আইজলে রয়েছে চেম্বার।
advertisement
দিন কয়েক আগে তিনি লক্ষ্য করেন তাঁর নামে একটা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সূত্রে খবর, লালবাজার সাইবার থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতে পারেন প্রতারকরা। একইসঙ্গে এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে বলে লিখিত অভিযোগে জানান তিনি।
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার থানা। বছর খানেক আগে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ সামনে এসেছিল। কলকাতা পুলিশ তদন্ত করে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছিল।