TRENDING:

Bangla News | Dilip Ghosh Viral Video: হঠাৎই শৈশবে ফিরে গেলেন দিলীপ ঘোষ! যে ভূমিকায় দেখা গেল, অবাক সকলে...

Last Updated:

নিউ টাউনের পুকুর পাড়ে ছিপ হাতে দিলীপ ঘোষের সেই মাছ ধরার দৃশ্য এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় (Bangla News | Dilip Ghosh Viral Video)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে নিউ টাউনের ফ্ল্যাটবাড়ি - রাজনীতির পাশাপাশি ব্যক্তি জীবনেও আমূল বদলে গিয়েছেন 'মেঠো' দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু কথায় বলে, 'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে'। দিলীপ ঘোষও খানিক তেমনই (Bangla News | Dilip Ghosh Viral Video)। তাই গ্রামের পথে না হলেও ইকো পার্কের সবুজ গালিচায় কখনও তাঁকে দেখা যায় সাইকেল চালাতে, কখনও বা হাতে তুলে নেন ক্রিকেট ব্যাট। আর এ বার একেবারে ছিপ-বরশিতে মজে গেলেন বঙ্গ রাজনীতির এই রঙিন নেতা (Bangla News | Dilip Ghosh Viral Video)। নিউ টাউনের পুকুর পাড়ে ছিপ হাতে দিলীপ ঘোষের সেই মাছ ধরার দৃশ্য এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় (Bangla News | Dilip Ghosh Viral Video)।
হঠাৎই শৈশবে ফিরে গেলেন দিলীপ ঘোষ! যে ভূমিকায় দেখা গেল, অবাক সকলে...
হঠাৎই শৈশবে ফিরে গেলেন দিলীপ ঘোষ! যে ভূমিকায় দেখা গেল, অবাক সকলে...
advertisement

দিলীপ ঘোষ নিজেই ফেসবুকে সেই ভিডিও শেয়ার করেছেন। ছোটবেলার কথা মনে করে লিখেছেন, 'কথায় বলে মাছে ভাতে বাঙালি। ছোটবেলায় প্রবল উৎসাহে গ্রামের বাড়িতে ছিপে মাছের চারা দিয়ে মাছ ধরতাম। আজ আবার ইচ্ছে হল। নিউটাউনের আশেপাশেই একটি পুকুরে ছিপ ফেলে মাছ ধরলাম।' ভিডিওতে ধরা পড়েছে নেতার খোলস ছাড়া এক গ্রামের বালকের সরলতা। বরশিতে মাছ উঠতেই তা দেখিয়ে সেই আনন্দ উপভোগ করছেন দিলীপ ঘোষ। একেবারে অন্য মেজাজে, হারিয়ে যাওয়া দিনে ফিরে গিয়েছিলেন যেন।

advertisement

কয়েকদিন আগেই নিজের ছোটবেলার দিন কাটানো গোপীবল্লভপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেদিনও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন শৈশবের টুকরো চিত্র। লিখেছিলেন, 'আজ আমার আজন্মলালিত বাল্যভূমি গোপীবল্লভপুরে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেলাম। মায়ের লাগানো গাছ থেকে বাতাবিলেবু, কমলালেবু পাড়তে পাড়তে বারবার স্মৃতির সারণী বেয়ে ফিরে পাচ্ছিলাম নিজের শৈশব।' মায়ের স্মৃতি আঁকড়ে গাছের ফল পাড়তে থাকা দিলীপ ঘোষ ভিডিওতে ধরা দিয়েছিলেন পাশের বাড়ির ছেলের মতোই।

advertisement

আরও পড়ুন: বিধানসভায় শোরগোল ফেললেন দিলীপ ঘোষ! সব নজর ঘুরে গেল ফিরহাদ-মলয়ের ঘরের দিকে

আরও পড়ুন: নরকগুলজার, BJP-তে শুধুই ঝগড়া আর টাকা চাওয়া! তৃণমূলে মুখপত্রে বিস্ফোরক গেরুয়া প্রার্থী

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এমনিতে ফিটনেস নিয়ে খুবই সচেতন বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। করোনাভাইরাসের লকডাউন চলাকালীন দীর্ঘদিন ব্রেক নিলেও, লকডাউন খুলতেই ফের নিউটাউনের ইকো-পার্কে শরীরচর্চা, খেলাধুলোয় মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। নিয়মিতই দিলীপ ঘোষ প্রাতর্ভ্রমণে যান। সেখানে গিয়ে যোগাসনও করেন তিনি। সঙ্গে থাকা দলীয় কর্মীরাও এই প্রবীণ রাজনীতিকের কাছ থেকে শিখে নেন ফিট থাকার মন্ত্র। সেখানে দাঁড়িয়ে থাকা মিডিয়াকেও কোনওদিন নিরাশ করেন না তিনি। রাজ্য-রাজনীতি নিয়ে যে কোনও প্রশ্নের উত্তর দিয়ে আবদার মেটাতেও দেখা যায় দিলীপ ঘোষকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News | Dilip Ghosh Viral Video: হঠাৎই শৈশবে ফিরে গেলেন দিলীপ ঘোষ! যে ভূমিকায় দেখা গেল, অবাক সকলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল